রোববার, ০২ নভেম্বর ২০২৫

| ১৭ কার্তিক ১৪৩২

নওগাঁয় বৃষ্টিতে আমন-শীতকালীন সবজিতে ক্ষতির আশঙ্কা

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০১:৪২, ২ নভেম্বর ২০২৫

নওগাঁয় বৃষ্টিতে আমন-শীতকালীন সবজিতে ক্ষতির আশঙ্কা

হঠাৎ টানা বৃষ্টিতে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার আমন ধান ও শীতকালীন সবজিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। শুক্র-শনিবারের (৩১ নভেম্বর-১ অক্টোবর) বৃষ্টিতে নিচু এলাকার ধানক্ষেত তলিয়ে গেছে। পানিতে ডুবে গেছে সরিষা, ফুলকপি, আলু, পেঁয়াজের বীজতলা, গাজর ও অন্যান্য সবজির জমি।

কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, কার্তিকের শেষে সাধারণত হালকা বৃষ্টি হয়, তবে এবারের পরিস্থিতি অস্বাভাবিক। অনেক এলাকায় আলু রোপণের জন্য জমি প্রস্তুত করা হয়েছিল বা সদ্য বীজ রোপণ সম্পন্ন হয়েছে। বৃষ্টিতে এসব জমিতে পানি জমে ফসল নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

মান্দা উপজেলার কৃষক অমল চন্দ্র সরকার বলেন, “গত ২৫-৩০ বছরে কার্তিক মাসে এমন বৃষ্টি দেখিনি। প্রবল বর্ষণে আমার কয়েক বিঘা জমির ধান পানিতে তলিয়ে গেছে।” 
একই উপজেলার আব্দুল জলিল জানান, ভালো লাভের আশায় আগাম আলু চাষ শুরু করেছিলেন। কিন্তু কয়েকদিনের বৃষ্টিতে পানি জমে বীজ পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হোমায়রা মন্ডল বলেন, “হঠাৎ বৃষ্টিতে কিছু ক্ষতি হলেও এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। ভারী বর্ষণ হয়নি। ক্ষেত থেকে পানি দ্রুত সরলে ধান ও সবজির বড় ক্ষতি হবে না।”

তিনি জানান, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৯৩ হাজার হেক্টর জমিতে আমন ধান, ১ হাজার ৮৪৫ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি এবং ২১ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তবে কৃষকরা বলছেন, বৃষ্টি আরও স্থায়ী হলে ধান, আলু ও সবজির বড় ধরনের ক্ষতি অনিবার্য হয়ে পড়বে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

‘দেলুপি’র ট্রেলার: খুলনার প্রত্যন্ত অঞ্চলের জীবন বদলানোর গল্প
বিজ্ঞাপন বিতর্কে ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেন কানাডা প্রধানমন্ত্রী
বিএনপি-বিজেপির সংঘর্ষে অন্তত ৫০ জন আহত
ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাব, রাজধানীতে মুষলধারে বৃষ্টি, বইছে ঝড়ো-হাওয়া
ভেনেজুয়েলায় সামরিক হামলার কোনো পরিকল্পনা নেই
দীর্ঘ ৯ মাস পর উন্মুক্ত সেন্ট মার্টিন, কিন্তু জাহাজ‌ও গেল না, পর্যটক‌ও নেই
ইন্দোনেশিয়ার কালো জাদু এখন ঢাকায়
আজ থেকেই কার্যকর বিটিআরসির নির্দেশনা
দেশে ফেরার অপেক্ষায় ভারতীয় তারকা ব্যাটার
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি নায়েকের মৃত্যু
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় প্রশ্ন তুলল এমএসএফ অজ্ঞাতনামা লাশ ও হেফাজতে মৃত্যু বাড়ছে
মধ্যপাড়া পাথর খনি ভবানীপুর রেলপথে রেললাইনের ৬ হাজার নাটবল্টু চুরি
অধিকারের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে ৪০ জন বিচারবহির্ভূত হত্যার শিকার
জেডি ভান্সের আশা, স্ত্রী ঊষা একদিন গ্রহণ করবেন খ্রিষ্টান ধর্ম
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা
নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই: মির্জা ফখরুল
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি
আজ শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ