৬৭ তে ম্যাডোনার জীবনের নতুন অধ্যায় : আকিম মরিস ডাকেন ওয়াইফি বলে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:৪৬, ১ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৩:৫৬, ১ নভেম্বর ২০২৫
বিশ্বখ্যাত পপ তারকা ম্যাডোনা আবারও আলোচনায়—তার জীবনে নতুন প্রেমের পর্বের সূচনা হয়েছে বলে জানা গেছে। আমেরিকান গণমাধ্যম রাডার অনলাইন ডটকম'র বরাতে জানা গেছে, ম্যাডোনা ও আকিম মরিস সম্প্রতি আংটি বদল করেছেন। এই সম্পর্ককে গায়িকার জীবনের এক “শান্তি ও ভালোবাসায় ভরা নতুন অধ্যায়” বলেই উল্লেখ করেছেন ঘনিষ্ঠ সূত্র।
সূত্র বলছে, আকিম মরিস নাকি ম্যাডোনার জীবনে এক বিশেষ ইতিবাচক পরিবর্তন এনেছেন। তিনি পরিণত, শ্রদ্ধাশীল এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গিসম্পন্ন। এমনকি ম্যাডোনা নিজেই বলেছেন—“তিনি আগের সব সম্পর্কের তুলনায় অনেক বেশি স্থিতিশীলতা ও আন্তরিকতা এনে দিয়েছেন, এমনকি আমার প্রাক্তন স্বামীদের থেকেও।”
দুজনের মধ্যে সম্পর্ক যত গভীর হচ্ছে, ততই তারা ভবিষ্যতের পরিকল্পনা এগিয়ে নিচ্ছেন। জানা গেছে, তারা একটি প্রিনাপচুয়াল চুক্তি সইয়ের প্রস্তুতি নিচ্ছেন। আকিম এতে সম্পূর্ণ রাজি আছেন—তিনি শুরু থেকেই গোপনীয়তা ও ব্যক্তিগত জীবনের সীমারেখাকে সম্মান করে চলছেন।
ঘনিষ্ঠ এক সূত্রের ভাষায়— “আকিমের কোনো আপত্তি নেই। তিনি নিজেই ম্যাডোনাকে ‘ওয়াইফি’ বলে ডাকেন—যেন সবকিছু আগেই ঠিক হয়ে গেছে।”
ম্যাডোনা ও আকিম মরিসের প্রথম দেখা হয় ২০২২ সালের আগস্টে, পেপার ম্যাগাজিনের এক ফটোশুটের সময়। তবে তাদের প্রেমের সম্পর্ক শুরু হয় দুই বছর পর, ২০২৪ সালের জুলাই মাসে, ম্যাডোনার জোশুয়া পপারের সঙ্গে বিচ্ছেদের পর।
