রোববার, ০২ নভেম্বর ২০২৫

| ১৭ কার্তিক ১৪৩২

এক এনআইডিতে ১০টির বেশি সিম বন্ধ

আজ থেকেই কার্যকর বিটিআরসির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:২৪, ১ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৭:০৩, ১ নভেম্বর ২০২৫

আজ থেকেই কার্যকর বিটিআরসির নির্দেশনা

ছবি : সংগৃহীত

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন নির্দেশনা অনুযায়ী আজ (১ নভেম্বর) থেকে এক জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে ১০টির বেশি সক্রিয় সিম রাখা যাবে না। অপারেটরগুলো আজ থেকেই অতিরিক্ত সিম নিষ্ক্রিয়ের প্রক্রিয়া শুরু করেছে।

আগে একজন গ্রাহক সর্বাধিক ১৫টি সিম ব্যবহার করতে পারতেন। এখন থেকে সব মোবাইল অপারেটর মিলিয়ে সর্বোচ্চ ১০টি সিম রাখা যাবে। বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে এবং কোনও এনআইডির বিপরীতে ১০টির বেশি সিম সক্রিয় থাকবে না।

বিটিআরসি জানায়, সিম ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা ও প্রতারণা রোধের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রাহকরা অনলাইনে অথবা *১৬০০২# ডায়াল করে নিজেদের নামে নিবন্ধিত সিমের সংখ্যা জানতে পারবেন।

নিষ্ক্রিয় সিম বাছাই প্রক্রিয়ায় ‘দৈবচয়ন’ (র‌্যান্ডম সিলেকশন) নীতি অনুসরণ করা হবে। বিটিআরসির এক কর্মকর্তা জানান, অতিরিক্ত সিমগুলোর মধ্যে কোনগুলো বন্ধ হবে, তা সম্পূর্ণ স্বয়ংক্রিয় কম্পিউটার অ্যালগরিদম নির্ধারণ করবে—এতে মানবিক সিদ্ধান্ত বা প্রভাবের সুযোগ থাকবে না।

বর্তমানে দেশে ১৮ কোটি ৬২ লাখ সক্রিয় মোবাইল সিম রয়েছে, অথচ প্রকৃত গ্রাহক সংখ্যা প্রায় ৬ কোটি ৭৫ লাখ। এর মধ্যে ৮০ শতাংশের বেশি গ্রাহক ৫টির কম সিম ব্যবহার করেন, ৬ থেকে ১০টি সিম ব্যবহার করেন প্রায় ১৬ শতাংশ, আর ১১টির বেশি সিম ব্যবহার করেন মাত্র ৩ শতাংশ গ্রাহক।

অন্যদিকে, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি জানিয়েছেন, সরকার ধাপে ধাপে একজনের নামে সিমের সংখ্যা ১০ থেকে কমিয়ে ২টিতে আনার পরিকল্পনা করছে। নির্বাচনের আগে এই সংখ্যা ৫ থেকে ৭টির মধ্যে সীমিত রাখার চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

‘দেলুপি’র ট্রেলার: খুলনার প্রত্যন্ত অঞ্চলের জীবন বদলানোর গল্প
বিজ্ঞাপন বিতর্কে ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেন কানাডা প্রধানমন্ত্রী
বিএনপি-বিজেপির সংঘর্ষে অন্তত ৫০ জন আহত
ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাব, রাজধানীতে মুষলধারে বৃষ্টি, বইছে ঝড়ো-হাওয়া
ভেনেজুয়েলায় সামরিক হামলার কোনো পরিকল্পনা নেই
দীর্ঘ ৯ মাস পর উন্মুক্ত সেন্ট মার্টিন, কিন্তু জাহাজ‌ও গেল না, পর্যটক‌ও নেই
ইন্দোনেশিয়ার কালো জাদু এখন ঢাকায়
আজ থেকেই কার্যকর বিটিআরসির নির্দেশনা
দেশে ফেরার অপেক্ষায় ভারতীয় তারকা ব্যাটার
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি নায়েকের মৃত্যু
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় প্রশ্ন তুলল এমএসএফ অজ্ঞাতনামা লাশ ও হেফাজতে মৃত্যু বাড়ছে
মধ্যপাড়া পাথর খনি ভবানীপুর রেলপথে রেললাইনের ৬ হাজার নাটবল্টু চুরি
অধিকারের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে ৪০ জন বিচারবহির্ভূত হত্যার শিকার
জেডি ভান্সের আশা, স্ত্রী ঊষা একদিন গ্রহণ করবেন খ্রিষ্টান ধর্ম
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা
নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই: মির্জা ফখরুল
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি
আজ শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ