ভারত সরকারকে ফখরুল
হাসিনাকে ফিরিয়ে আইনের মুখোমুখি করুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:১৩, ১ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৮:২৩, ১ নভেম্বর ২০২৫
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে আইনের মুখোমুখি করুক। বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান না নেওয়ার আহ্বান জানান তিনি।
শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য’ শীর্ষক সমাবেশে ফখরুল এ আহ্বান জানান।
তিনি বলেন, “১৯৭১ সালের ইতিহাস বিকৃত করার অপচেষ্টা চলছে। কিছু শক্তি শুধুমাত্র জুলাই আন্দোলনকে বড় করে দেখাতে চায়, অথচ আমরা ২০০৯ সাল থেকে টানা ১৫ বছর ধরে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে গণতন্ত্রের জন্য লড়েছি। শেখ হাসিনার নেতৃত্বে এক দানবীয় রাষ্ট্র গড়ে উঠেছিল—আমরা সেই রাষ্ট্রের বিরুদ্ধেই সংগ্রাম করেছি।”
ফখরুল বলেন, “আমাদের ইলিয়াস আলীসহ ১,৭০০ জনকে গুম, ২,০০০ জনকে খুন করা হয়েছে। এটি শেখ হাসিনার শাসনে সংঘটিত এক রাষ্ট্রীয় সন্ত্রাস। বিএনপি বিভক্তি চায় না, কিন্তু কিছু শক্তি পরিকল্পিতভাবে বিভক্তি আনতে চাইছে।”
তিনি আরও বলেন, “১৯৭১ সাল আমাদের জন্মের ঠিকানা, অস্তিত্ব ও স্বাতন্ত্র্যের প্রতীক। যারা আজ সেই ইতিহাস অস্বীকার করছে, তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চায়।”
বিএনপি মহাসচিব বলেন, “আমরা শুরু থেকেই নির্বাচনের দাবি জানিয়ে আসছি। গণ-অভ্যুত্থানের পর বলেছিলাম, তিন মাসের মধ্যে নির্বাচন চাই। এখন কেউ কেউ ঐকমত্য কমিশনের ‘নোট অফ ডিসেন্ট’ উপেক্ষা করে ভিন্ন প্রস্তাব আনছে—এটা জনগণের সঙ্গে প্রতারণা।”
তিনি জানান, “জাতীয় নির্বাচন আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে হবে। আমরা গণভোটেরও পক্ষে আছি—নির্বাচনের দিনই ব্যালটে দুটি বিষয় থাকবে: সংসদ নির্বাচন ও গণভোট। এতে আলাদা খরচ বাঁচবে।”
মির্জা ফখরুল অভিযোগ করেন, “কিছু দল এখন জোট বেঁধে রাস্তায় আন্দোলন করছে, সরকারকে হুমকি দিচ্ছে যেন তাদের কথাই মানা হয়। এটা জনগণকে বিভ্রান্ত করা ছাড়া কিছু নয়।”
তিনি বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন—যে কোনো সময় হামলা হতে পারে। কিন্তু কারা করবে, কোথা থেকে আসবে—তা জানাননি। জাতি প্রস্তুত আছে—যে কোনো হামলা প্রতিরোধে আমরা প্রস্তুত।”
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
