ট্রাম্পের অবস্থান স্পষ্ট
ভেনেজুয়েলায় সামরিক হামলার কোনো পরিকল্পনা নেই
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪:০৮, ১ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৪:১১, ১ নভেম্বর ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলায় সামরিক হামলার কোনো পরিকল্পনা নেই। শুক্রবার (৩১ অক্টোবর) ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প এই মন্তব্য করেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও কয়েক হাজার সেনা মোতায়েন করেছে, যার নেতৃত্বে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস জেরাল্ড আর ফোর্ড।
তবে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প সংক্ষিপ্তভাবে বলেন, “না, আমরা হামলার কোনো পরিকল্পনা করছি না।”
ট্রাম্পের এই মন্তব্য তার সাম্প্রতিক কিছু বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। গত সপ্তাহেই তিনি বলেছিলেন, “যারা আমাদের দেশে মাদক আনছে, আমরা তাদের মেরে ফেলবো। এখন মাদক স্থলপথে আসছে, এবার স্থলপথই পরবর্তী লক্ষ্য।”
এ ছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও বলেন, “যারা দাবি করছে তারা ‘পরিস্থিতি জানে’, তারা আসলে মিথ্যা খবর ছড়াচ্ছে।”
সেপ্টেম্বরের শুরু থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ক্যারিবীয় অঞ্চল ও পূর্ব প্রশান্ত মহাসাগরে একাধিক নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে অন্তত ৬২ জন নিহত এবং ১৪টি নৌকা ও একটি আধা-ডুবো জাহাজ ধ্বংস হয়েছে।
ওয়াশিংটনের দাবি, এসব হামলা মাদকবিরোধী অভিযানের অংশ। তবে এই দাবির পক্ষে এখনো কোনো দৃঢ় প্রমাণ প্রকাশ করা হয়নি।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফোলকার তুর্ক এক বিবৃতিতে বলেন, “এই হামলা এবং এতে ক্রমবর্ধমান মানবিক ক্ষয়ক্ষতি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”
তুর্ক যুক্তরাষ্ট্রকে এসব অভিযানের বিষয়ে স্বচ্ছতা ও আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন।
বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন সরাসরি যুদ্ধ ঘোষণা না করেও “মাদকবিরোধী অভিযান” শিরোনামে সামরিক অভিযান চালিয়ে যেতে চায়, যা লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের অংশ হতে পারে।
তবে প্রেসিডেন্টের সাম্প্রতিক বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, তিনি আপাতত ভেনেজুয়েলায় সরাসরি সংঘাতে জড়াতে চান না।সূত্র: আল-জাজিরা
