রোববার, ০২ নভেম্বর ২০২৫

| ১৭ কার্তিক ১৪৩২

আস্থা-সুশাসনই টেকসই উন্নয়নের চাবিকাঠি, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:৪৩, ১ নভেম্বর ২০২৫ | আপডেট: ২১:০৩, ১ নভেম্বর ২০২৫

আস্থা-সুশাসনই টেকসই উন্নয়নের চাবিকাঠি, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গলি। ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গলি বলেছেন, প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা এবং সুশাসনের মাধ্যমেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে প্রকৃত অগ্রগতি সম্ভব।

শনিবার (১ নভেম্বর) রাজধানীর গুলশানের সিক্স সিজন হোটেলে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) আয়োজিত সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের সপ্তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রদূত রেঙ্গলি বলেন, “রাষ্ট্র ও নাগরিকদের মধ্যে আস্থার বন্ধন যত শক্তিশালী হবে, টেকসই উন্নয়নের ভিত্তি ততই দৃঢ় হবে।”
তিনি আরও বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি সুশীল সমাজ, বেসরকারি সংগঠন (এনজিও) ও গবেষণা প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতামূলক পদক্ষেপ ছাড়া এসডিজি অর্জন সম্ভব নয়।

উদাহরণ হিসেবে রাষ্ট্রদূত সুইজারল্যান্ডের সহায়তায় পরিচালিত ‘সুন্দরবন ব-দ্বীপে সামাজিক স্থিতিস্থাপকতা’ গবেষণা উদ্যোগের কথা উল্লেখ করেন। এ প্রকল্পটি স্থানীয় জনগণের অংশগ্রহণে খাদ্য নিরাপত্তা, কৃষি বাস্তুসংস্থান ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য অন্তর্ভুক্তিমূলক সমাধান প্রচার করছে বলে জানান তিনি।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সাইদা মাদিহা মুরশেদ এবং ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমানসহ বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষকরা।

 রাষ্ট্রদূত বলেন—“সুশাসন শুধু প্রশাসনিক দক্ষতার বিষয় নয়, এটি মানুষের প্রতি দায়বদ্ধতা এবং সামাজিক আস্থার ভিত্তিতেও গড়ে ওঠে। টেকসই উন্নয়নের জন্য আমাদের সেই পারস্পরিক বিশ্বাস পুনর্গঠন করতে হবে।”

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

‘দেলুপি’র ট্রেলার: খুলনার প্রত্যন্ত অঞ্চলের জীবন বদলানোর গল্প
বিজ্ঞাপন বিতর্কে ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেন কানাডা প্রধানমন্ত্রী
বিএনপি-বিজেপির সংঘর্ষে অন্তত ৫০ জন আহত
ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাব, রাজধানীতে মুষলধারে বৃষ্টি, বইছে ঝড়ো-হাওয়া
ভেনেজুয়েলায় সামরিক হামলার কোনো পরিকল্পনা নেই
দীর্ঘ ৯ মাস পর উন্মুক্ত সেন্ট মার্টিন, কিন্তু জাহাজ‌ও গেল না, পর্যটক‌ও নেই
ইন্দোনেশিয়ার কালো জাদু এখন ঢাকায়
আজ থেকেই কার্যকর বিটিআরসির নির্দেশনা
দেশে ফেরার অপেক্ষায় ভারতীয় তারকা ব্যাটার
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি নায়েকের মৃত্যু
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় প্রশ্ন তুলল এমএসএফ অজ্ঞাতনামা লাশ ও হেফাজতে মৃত্যু বাড়ছে
মধ্যপাড়া পাথর খনি ভবানীপুর রেলপথে রেললাইনের ৬ হাজার নাটবল্টু চুরি
অধিকারের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে ৪০ জন বিচারবহির্ভূত হত্যার শিকার
জেডি ভান্সের আশা, স্ত্রী ঊষা একদিন গ্রহণ করবেন খ্রিষ্টান ধর্ম
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা
নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই: মির্জা ফখরুল
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি
আজ শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ