ভূতের সিরিজ করতে গিয়ে বিপদের মুখে সৃজা দত্ত! হ্যালোইনের রাতে ঘরবন্দি অভিনেত্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪:৪৯, ১ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৬:৩৫, ১ নভেম্বর ২০২৫
পর্দায় ভূতের সঙ্গে দাপিয়ে বেড়ান, কিন্তু বাস্তবে ভূতের নাম শুনলেই নাকি গায়ে কাঁটা! হইচই প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় ওয়েব সিরিজ ‘নিশির ডাক’-এ ভয় আর রহস্যে মোড়া চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন অভিনেত্রী সৃজা দত্ত। তবে এই সিরিজের শুটিংয়ের পর থেকেই যেন তার জীবনে নেমে এসেছে একের পর এক অদ্ভুত অভিজ্ঞতা।
সৃজার কথায়, “মা আজ রাতে বাড়ি থেকে বেরোতে একদম মানা করে দিয়েছেন। ‘নিশির ডাক’-এর সময় থেকেই আমার সঙ্গে অদ্ভুত সব ঘটনা ঘটছে। হঠাৎ অসুস্থ হয়ে পড়ছি, চিকিৎসকরা পর্যন্ত অবাক! এমনকি আমার লিভারে সমস্যা ধরা পড়েছে, অথচ আমি তো নিয়মিত ক্লিন ডায়েট মেনে চলি। তাই মা আমাকে ঝাড়াতে পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। এখন নির্দেশ, আজ রাতে ভূতপ্রেতের আলোচনা নিষেধ!”
বিদেশি উৎসব হলেও কলকাতায় এখন হ্যালোইনের হাওয়া জমজমাট— কোথাও কস্টিউম পার্টি, কোথাও বাদুড় আর খুলি ঝুলছে ঘরে ঘরে। কিন্তু সৃজার বাড়িতে এবার অন্য রকম দৃশ্য। মা’য়ের কড়া নির্দেশে তিনি আজ সম্পূর্ণ ঘরবন্দি।
তবু ছোটবেলা থেকে হ্যালোইনের মজা তার প্রিয়। কলেজজীবনে বন্ধুদের সঙ্গে জমিয়ে উদযাপন করতেন। “আমার বন্ধু একবার অ্যানাবেল সেজেছিল, আর আমি ছিলাম হার্লি কুইন,” হাসতে হাসতে জানালেন সৃজা। “এখন সবাই ব্যস্ত হয়ে পড়েছে, শহর ছেড়েছে অনেকেই। তাই বন্ধুবান্ধবদের নিয়ে ঘরে বসে সিনেমা দেখি, আড্ডা দিই, খাওয়া-দাওয়া করি— হ্যালোইনের রাতটা এভাবেই কাটে।”
হইচইয়ের ‘নিশির ডাক’ সিরিজে অভিনয়ের পর থেকেই সৃজা দত্ত এখন টলিউডের নতুন চর্চিত মুখ। রহস্য, ভয় আর থ্রিলারের মিশেলে তৈরি এই সিরিজে তাঁর সাবলীল পারফরম্যান্স দর্শক-সমালোচক— উভয়ের প্রশংসা কুড়িয়েছে।
সৃজা বললেন, “বিভিন্ন জায়গা থেকে খুব ভালো রিভিউ পাচ্ছি। অনেকে মেসেজ করে জানিয়েছেন যে আমাদের সিরিজটি তাঁদের খুব ভালো লেগেছে। সোশ্যাল মিডিয়াতেও প্রতিক্রিয়া দারুণ ইতিবাচক।”
তৃতীয় কাজেই প্রশংসার ঢল পেয়ে আনন্দিত এই তরুণী অভিনেত্রী। তার কথায়, “এটাই আমার সবচেয়ে বড় হ্যালোইন ট্রিট— দর্শকের ভালোবাসা।”
