রোববার, ০২ নভেম্বর ২০২৫

| ১৭ কার্তিক ১৪৩২

জাতিসংঘের তীব্র সমালোচনা

মার্কিন নৌবাহিনীর ‘ড্রাগবিরোধী হামলা’ মানবাধিকার লঙ্ঘন, অবিলম্বে বন্ধের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:৪৯, ১ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৩:৪৫, ১ নভেম্বর ২০২৫

মার্কিন নৌবাহিনীর ‘ড্রাগবিরোধী হামলা’ মানবাধিকার লঙ্ঘন, অবিলম্বে বন্ধের আহ্বান

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার টুর্ক শুক্রবার বলেছেন, দক্ষিণ আমেরিকা থেকে অবৈধ মাদকবাহী নৌকা টার্গেট করে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান ও নৌ হামলাগুলো ‘অগ্রহণযোগ্য’ এবং তা অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি বলেন, এসব হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে এবং এর ফলে বহু প্রাণহানি ঘটছে।

জাতিসংঘ দপ্তরের মুখপাত্র রবিনা শামদাসানি জানান, টুর্ক বলেছেন— “এই হামলাগুলো এবং এর ফলে বেড়ে চলা মানবিক ক্ষয়ক্ষতি একেবারেই অগ্রহণযোগ্য। যুক্তরাষ্ট্রকে এসব হামলা বন্ধ করতে হবে এবং নৌকায় থাকা মানুষের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে।”

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের এসব সামরিক হামলা কোনো যুদ্ধক্ষেত্র বা সক্রিয় সংঘাতের প্রেক্ষাপটে ঘটছে না, ফলে তা সশস্ত্র সংঘাতের আইনি পরিসরের বাইরেই পড়ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেছেন, এই হামলাগুলো যুক্তরাষ্ট্রে মাদক প্রবাহ রোধের জন্য “প্রয়োজনীয় পদক্ষেপ”। তবে লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ এ অভিযানকে ‘বিতর্কিত ও বিপজ্জনক’ হিসেবে দেখছে।

সম্প্রতি ট্রাম্প জাপানে ইউএস‌এস জর্জ ওয়াশিংটন এ অবস্থানকালে জানান, “আমরা সমুদ্রপথে মাদক আসা বন্ধ করেছি, এবার স্থলপথেও তা বন্ধ করব।”

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার জানান, পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌকায় আঘাত হানার সর্বশেষ হামলায় চারজন নিহত হয়েছেন। সেপ্টেম্বরের শুরু থেকে এ পর্যন্ত এমন ১৪টি হামলা চালানো হয়েছে, যাতে কমপক্ষে ৬১ জনের মৃত্যু হয়েছে।

জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, মাদকবিরোধী অভিযান অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রিত সীমার মধ্যে পরিচালিত হতে হবে। প্রাণঘাতী বলপ্রয়োগ কেবলমাত্র তখনই বৈধ, যখন তাৎক্ষণিক জীবন-হুমকি বিদ্যমান থাকে। অন্যথায় এসব আক্রমণ “বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের” পর্যায়ে পড়ে।

জাতিসংঘের এই নিন্দা আন্তর্জাতিক পরিসরে প্রথমবারের মতো এমন এক অবস্থান নির্দেশ করছে, যেখানে যুক্তরাষ্ট্রের মাদকবিরোধী অভিযানের মানবাধিকার দিকটি প্রশ্নের মুখে পড়েছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

‘দেলুপি’র ট্রেলার: খুলনার প্রত্যন্ত অঞ্চলের জীবন বদলানোর গল্প
বিজ্ঞাপন বিতর্কে ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেন কানাডা প্রধানমন্ত্রী
বিএনপি-বিজেপির সংঘর্ষে অন্তত ৫০ জন আহত
ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাব, রাজধানীতে মুষলধারে বৃষ্টি, বইছে ঝড়ো-হাওয়া
ভেনেজুয়েলায় সামরিক হামলার কোনো পরিকল্পনা নেই
দীর্ঘ ৯ মাস পর উন্মুক্ত সেন্ট মার্টিন, কিন্তু জাহাজ‌ও গেল না, পর্যটক‌ও নেই
ইন্দোনেশিয়ার কালো জাদু এখন ঢাকায়
আজ থেকেই কার্যকর বিটিআরসির নির্দেশনা
দেশে ফেরার অপেক্ষায় ভারতীয় তারকা ব্যাটার
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি নায়েকের মৃত্যু
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় প্রশ্ন তুলল এমএসএফ অজ্ঞাতনামা লাশ ও হেফাজতে মৃত্যু বাড়ছে
মধ্যপাড়া পাথর খনি ভবানীপুর রেলপথে রেললাইনের ৬ হাজার নাটবল্টু চুরি
অধিকারের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে ৪০ জন বিচারবহির্ভূত হত্যার শিকার
জেডি ভান্সের আশা, স্ত্রী ঊষা একদিন গ্রহণ করবেন খ্রিষ্টান ধর্ম
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা
নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই: মির্জা ফখরুল
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি
আজ শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ