রোববার, ০২ নভেম্বর ২০২৫

| ১৮ কার্তিক ১৪৩২

বাংলাদেশ-নেপাল-শ্রীলঙ্কায় সরকার পতনের পেছনে দুর্বল প্রশাসন দায়ী : অজিত দোভাল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩:৫১, ১ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৩:৫৪, ১ নভেম্বর ২০২৫

বাংলাদেশ-নেপাল-শ্রীলঙ্কায় সরকার পতনের পেছনে দুর্বল প্রশাসন দায়ী : অজিত দোভাল

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছেন, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় সরকার পতনের মূল কারণ হলো দুর্বল প্রশাসনিক কাঠামো ও অদক্ষ শাসনব্যবস্থা।

জাতীয় একতা দিবস উপলক্ষে শুক্রবার এক বক্তব্যে তিনি বলেন, “একটি জাতির উন্নয়ন ও নিরাপত্তার মূলে রয়েছে প্রশাসনের দক্ষতা ও জবাবদিহি। প্রশাসন ব্যর্থ হলে রাষ্ট্র তার লক্ষ্য ও জনআকাঙ্ক্ষা পূরণে অক্ষম হয়ে পড়ে।”

দোভাল আরও বলেন, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে যেমন বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালে সাম্প্রতিক সরকার পরিবর্তনের পেছনে শাসনব্যবস্থার দুর্বলতাই বড় ভূমিকা রেখেছে। তিনি বলেন, “যখন শাসন কাঠামো দুর্বল হয়, তখন অসাংবিধানিক উপায়ে শাসন পরিবর্তনের ঝুঁকি বেড়ে যায়।”

তার মতে, একটি জাতির শক্তি তার শাসনব্যবস্থার মধ্যেই নিহিত, আর সেই ব্যবস্থাকে রক্ষা ও লালন করা প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা কর্মকর্তাদের।

অজিত দোভাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনব্যবস্থার মডেলের প্রশংসা করে বলেন, ভারত বর্তমানে একটি নির্দিষ্ট ধরণের শাসন কাঠামো থেকে বৈশ্বিক শক্তির দিকে এগোচ্ছে।

তিনি বলেন, “পরিবর্তনের সময় লক্ষ্য যেন স্পষ্ট থাকে, এবং সংকট বা ভয় যেন রাষ্ট্রকে বিভ্রান্ত না করে।”

নারীর নিরাপত্তা, সমতা ও ক্ষমতায়নকে আধুনিক শাসনের অপরিহার্য উপাদান বলে উল্লেখ করেন দোভাল। তিনি বলেন, ভালো আইন ও কাঠামো থাকলেই হবে না—এর বাস্তবায়নই সবচেয়ে জরুরি।

এছাড়া, প্রশাসনে প্রযুক্তির স্বচ্ছ ব্যবহার, জনসেবায় দক্ষতা বৃদ্ধি ও সাইবার হুমকি প্রতিরোধে সক্ষমতা গড়ে তোলার ওপরও জোর দেন ভারতের এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

পুলিশ আটকে দিল এবতেদায়ী শিক্ষকদের ‘লং মার্চ টু যমুনা’ পদযাত্রা
মালিবাগে ঝিলের জায়গায় থানা ভবন নির্মাণ বন্ধের নির্দেশ হাই কোর্টের
বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন বাবর আজম
ড. ইউনূসকেই জুলাই সনদ আদেশ জারি করতে হবে: নাহিদ ইসলাম
ড. ইউনূসকেই জুলাই সনদ আদেশ জারি করতে হবে: নাহিদ ইসলাম
দুই পক্ষের সঙ্গে ঐক্যমত: নির্বাচনের পরই বিশ্ব ইজতেমা
দেশীয় ফ‍্যাশনেবল হ্যান্ডব্যাগেই ভাইরাল প্রধানমন্ত্রী..!
আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে ছেলে গ্রেফতার
সনদ বাস্তবায়নে আবারও আরপিওতে পরিবর্তন আসছে
গাইবান্ধায় চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা
জাকির নায়েকের সম্ভাব্য সফরে দিল্লির মন্তব্যে ঢাকার প্রতিক্রিয়া
‘দেলুপি’র ট্রেলার: খুলনার প্রত্যন্ত অঞ্চলের জীবন বদলানোর গল্প