থ্রেডসে নতুন ফিচার ‘ঘোস্ট পোস্ট’
২৪ ঘণ্টা পর অদৃশ্য হবে আপনার পোস্ট, জানুন ব্যবহারের সহজ ৩ ধাপ
তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: ১৫:৫৬, ৩১ অক্টোবর ২০২৫
 
						
									মেটার জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডস এখন এনেছে এক নতুন চমক—‘ঘোস্ট পোস্ট’ ফিচার। এই নতুন সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা এমন পোস্ট দিতে পারবেন, যা ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে। অর্থাৎ, একদিন পর পোস্টটি নিজে থেকেই আর্কাইভে চলে যাবে।
মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ফিচারের মূল লক্ষ্য হলো ব্যবহারকারীদের স্বাধীনভাবে মত প্রকাশে উৎসাহিত করা। অনেকেই স্থায়ী পোস্ট দিতে সংকোচবোধ করেন—তাদের জন্য ‘ঘোস্ট পোস্ট’ হবে নির্ভয়ে শেয়ার করার এক মুক্তির জায়গা।
থ্রেডসে ‘ঘোস্ট পোস্ট’ করার ৩টি সহজ ধাপ
১. অ্যাপ খুলুন: থ্রেডস অ্যাপ চালু করুন এবং নতুন পোস্ট দেওয়ার বোতামে ক্লিক করুন।
২. ‘ঘোস্ট পোস্ট’ চালু করুন: পোস্ট বোতামের পাশে থাকা ‘Ghost Post’ টগলটি অন করুন।
৩. পোস্ট দিন: আপনার লেখা বা ছবি শেয়ার করে পোস্ট করুন—এবং হয়ে গেল!
আপনার পোস্টটি এখন স্বয়ংক্রিয়ভাবে ২৪ ঘণ্টা পর অদৃশ্য হয়ে যাবে।
নতুন আরও কী এসেছে থ্রেডসে
‘ঘোস্ট পোস্ট’-এর পাশাপাশি থ্রেডস সম্প্রতি আরও কিছু উল্লেখযোগ্য ফিচার এনেছে—
১০ হাজার অক্ষর পর্যন্ত লেখা পোস্ট করার সুযোগ, যা দীর্ঘ বিশ্লেষণ বা নিবন্ধ শেয়ার করতে সাহায্য করবে।
‘স্পয়লার হাইড’ অপশন, যা দিয়ে কোনো লেখা বা ছবি আগে থেকে আড়াল রাখা সম্ভব।
মেটা জানিয়েছে, থ্রেডসকে আরও আকর্ষণীয় ও কথোপকথন-কেন্দ্রিক প্ল্যাটফর্মে পরিণত করতে নিয়মিতভাবে নতুন ফিচার যুক্ত করা হবে।
 

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													