আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৯, ২২ অক্টোবর ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। ছবি: সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বলেছেন, কোনো চাপের কাছে নতি স্বীকার না করে আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকতে হবে— কমিশনও দেবে না কোনো বেআইনি নির্দেশ।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন আইন ও নিরপেক্ষতার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
বুধবার (২২ অক্টোবর) আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন,আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নই। যে জাতি আইনের প্রতি যতটা শ্রদ্ধাশীল, সেই জাতি তত সভ্য। আমাদের ‘রুল অব ল’ কালচার গড়ে তুলতে হবে— ‘রুল বাই ল’ নয়।”
সিইসি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে যেকোনো দায়িত্বই হোক, তা ন্যায়ানুগ, আইনসম্মত, নিরপেক্ষ ও পেশাদারভাবে পালন করতে হবে।
নির্বাচন কমিশনের প্রতি আস্থা রেখে ইউএনওদের উদ্দেশ্যে সিইসি বলেন,“কোনো প্রেশারের কাছে নত হবেন না। কমিশনও কারও অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না। একইভাবে, আমরা কর্মকর্তাদের কোনো বেআইনি নির্দেশও দেব না।”
তিনি জানান, নির্বাচনকালীন প্রশাসনিক সিদ্ধান্তে স্বাধীনতা ও পেশাদারিত্ব রক্ষাই হবে কমিশনের মূলনীতি।
সিইসি বলেন, নির্বাচনকালীন সময়ে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, “আইন শৃঙ্খলা বাহিনী, প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রাখতে হবে। এই সমন্বয়টাই নির্বাচনের মেরুদণ্ড।”
নির্বাচনের সময় কোনো পরিস্থিতি তৈরি হলে তা দ্রুত সমাধানের পরামর্শ দিয়ে তিনি বলেন,“যেকোনো ক্রাইসিস হলে শুরুতেই সেটাকে অ্যাড্রেস করতে হবে। ঘটনার পর নয়, বরং ঘটনাস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালনই প্রকৃত প্রশাসনিক দক্ষতা।”
সিইসি আরও বলেন, প্রশিক্ষণ একটি চলমান প্রক্রিয়া। শেখার কোনো শেষ নেই। এই ট্রেনিং থেকে অর্জিত জ্ঞান অন্যদের মধ্যেও ছড়িয়ে দিতে হবে।
আরপিও সংশোধনের পর নির্বাচনী ম্যানুয়াল আপডেট করা হবে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে অনলাইনে সংযোগের মাধ্যমে নতুন বিষয়গুলোও যুক্ত করা হবে।