ইসির ঘোষণা
নির্বাচনে ভালো দায়িত্ব পালন করলে পুরস্কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:৪৩, ২২ অক্টোবর ২০২৫

এবারের নির্বাচনে ভালো দায়িত্ব পালন করতে পারলে তার জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেছেন, নির্বাচন নিয়ে ভয়ের কোনো কারণ নেই। ৫ আগস্টের পর এখন ভয় কেটে গেছে। ৫ আগস্টের পর মাঠ প্রশাসনে যে অস্থিতিশীল পরিস্থিতি ছিল তা কেটে গেছে। সরকারি কর্মকর্তাদের মান যেভাবে ভুলণ্ঠিত হয়েছে সেখান থেকে উত্তরণের পথ একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া।
বুধবার (২২ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নির্বাচনে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) উদ্দেশ্যমূলক কাজ করলে পেরেশানিতে পড়বেন বলেও সতর্ক করেন এই কমিশনার। তিনি বলেন, উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজ করলে পার পাওয়া যাবে না।
এসময় ম্যাজিস্ট্রেটদেরকে জনগণের চাকর ভাবার পরামর্শ দিয়ে ইসি আনোয়ারুল ইসলাম সবাইকে নিরপেক্ষতার সাথে কাজ করার নির্দেশ দেন।
তিনি বলেন, হিম্মতের সাথে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনে ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যন্ত যেতে হবে। ব্যালেন্স করতে গিয়ে ভুল হতে পারে কিন্তু পক্ষপাতিত্ব করা যাবে না। মোবাইল কোর্ট আয়নার মতো স্বচ্ছ হতে হবে।