রোহিঙ্গা শিবির পরিদর্শনে জার্মান সরকারের প্রতিনিধি দল
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ২১:০০, ২২ অক্টোবর ২০২৫

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন করেছেন জার্মান ফেডারেল একাডেমি ফর সিকিউরিটি পলিসি এবং জার্মান সরকারের বিভিন্ন সংস্থার একটি উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। ডেলরে মেজবোরিয়ান এর নেতৃত্বে দলটি বুধবার (২২ অক্টোবর) দিনব্যাপী তিনি বিভিন্ন ক্যাম্প ঘুরে দেখেন। সেখানে তারা রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাপন, মানবিক সহায়তা কার্যক্রম এবং চলমান উন্নয়নমূলক উদ্যোগ পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তিনি স্থানীয় ও আন্তর্জাতিক এনজিওগুলোর বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গেও সরাসরি কথা বলেন তিনি, তাদের সমস্যা, চাহিদা ও দৈনন্দিন চ্যালেঞ্জ সম্পর্কে সরাসরি অবগত হন।
ডেলরে মেজবোরিয়ান বলেন,“রোহিঙ্গা সংকট একটি জটিল মানবিক ইস্যু। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের একযোগে কাজ করা জরুরি। জার্সি সরকার আগেও মানবিক সহায়তায় অংশ নিয়েছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
পরিদর্শনকালে ইউএনএইচসিআর, আইওএম, ডব্লিউএফপি, ওয়ার্ল্ড ভিশনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেলরে মেজবোরিয়ান ক্যাম্পে শিশুদের জন্য পরিচালিত শিক্ষাকেন্দ্র, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও নারীদের দক্ষতা উন্নয়ন কেন্দ্র ঘুরে দেখেন। তিনি বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মানসিক সহায়তা বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন,“এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যৌথ প্রচেষ্টা আরও জোরদার করা প্রয়োজন।”
দিনব্যাপী সফর শেষে বিকেলে তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করেন।