বুধবার, ২২ অক্টোবর ২০২৫

| ৭ কার্তিক ১৪৩২

স্বর্ণ ভেবে পিস্তল ঠেকিয়ে গৃহবধূর ইমিটেশনের দুল ছিনতাই

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬:৩৫, ২২ অক্টোবর ২০২৫

স্বর্ণ ভেবে পিস্তল ঠেকিয়ে গৃহবধূর ইমিটেশনের দুল ছিনতাই

ফরিদপুর পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর শোভারামপুর এলাকায় এক চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভোরবেলা ঘর ঝাড়ু দিতে বের হওয়া এক গৃহবধূর কানের দুল ছিনিয়ে নেয় দুই দুর্বৃত্ত, তাও আবার পিস্তল সদৃশ অস্ত্র ঠেকিয়ে। তবে পরে জানা যায়, ছিনতাই হওয়া দুলটি আসলে ইমিটেশন বা নকল গয়না।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর সোয়া ৬টার দিকে। স্থানীয় মুদি দোকানের সিসিটিভি ফুটেজে পুরো দৃশ্য ধরা পড়ে, যা বিকেলের দিকে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, সকাল ৬টা ১০ মিনিটে একটি মোটরসাইকেলে করে দুই যুবক ঘটনাস্থলে আসে। একজনের গায়ে কালো শার্ট, অন্যজনের গায়ে সাদা শার্ট—দুজনেরই মাথায় হেলমেট।

মোটরসাইকেলের পেছনের যুবক প্রথমে গৃহবধূর কানের দুল টান দেন, আর সামনের জন পিস্তল সদৃশ একটি বস্তু বের করে ভয় দেখান। গৃহবধূ ভয় পেয়ে নিজেই অপর দুলটি খুলে তাদের হাতে তুলে দেন।

ভুক্তভোগী মঞ্জু রানী দাস (৩৫), স্বামী বিষু দাস (মুদি ব্যবসায়ী), জানান—`প্রতিদিনের মতো দোকানের সামনের রাস্তায় ঝাড়ু দিচ্ছিলাম। হঠাৎ করে দুইজন এসে পিস্তল ঠেকিয়ে বলে, চিৎকার করলে গুলি করে দেব। আমি ভয়ে নিজেই দুল খুলে দিই।‘

বিষু দাস জানান, `সিসিটিভিতে সব দেখা গেছে। তারা ভেবেছিল দুলটা সোনার, কিন্তু আসলে সেটা ইমিটেশনের ছিল। তাই বড় ক্ষতি হয়নি।‘

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, `আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অনুসন্ধান চলছে। আশা করছি খুব দ্রুতই তাদের আটক করা সম্ভব হবে।‘

এ ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, ভোরবেলা বা গভীর রাতে এলাকায় টহল কমে গেছে। তারা পুলিশের টহল ও সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন।
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

শেখ হাসিনার আইনজীবী চৌধুরী মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন
তত্ত্বাবধায়কের মুডে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে: আমীর খসরু
দূর্ঘটনার কবলে ভারতের প্রেসিডেন্ট মুর্মুর হেলিকপ্টার
শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে মানবতাবিরোধী মামলায় ট্রাইবুনালে সেনা কর্মকর্তারা
বিবিসি ও ইবিইউর নতুন গবেষণা প্রকাশ সংবাদভিত্তিক প্রশ্নে অর্ধেক সময় ভুল তথ্য দেয় এআই মডেল
গুমের অভিযোগে শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের ভূমিকাই দাবি