দয়া করে একটা কাজ দিন, সময়ের কথা বললেন ববি দেওল
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:৫৫, ২২ অক্টোবর ২০২৫

বলিউডের জনপ্রিয় নায়ক ববি দেওল। ছবি: সংগৃহীত
৯০-এর দশকের মাঝামাঝি থেকে ২০০০ সালের শুরু পর্যন্ত ববি দেওল ছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক। ‘বারসাত’, ‘সোলজার’, ‘বিচ্চু’, ‘আজনবী’–র মতো সিনেমা তাকে ঘরে ঘরে পরিচিত নাম করে তোলে। কিন্তু ২০০৫–২০১৫ সালের দিকে তার একের পর এক সিনেমা ব্যর্থ হতে থাকে। দীর্ঘ সময় তিনি প্রায় বেকার ছিলেন।
ববি এক সাক্ষাৎকারে বলেন—“আমি পরিচালকদের কাছে গিয়ে বলতাম, ‘আমি ববি দেওল। দয়া করে একটা কাজ দিন।’ এতে কোনও লজ্জা নেই।”
তিনি আরও যোগ করেন, তার ছেলে তাকে অনুপ্রাণিত করেছিলেন ঘরে বসে না থেকে কাজ খুঁজতে।
ববি জানান, “যখন সবকিছু হারিয়ে ফেলেছিলাম, তখনই নিজের ভেতর থেকে একটা আওয়াজ শুনেছিলাম—আমি এখনও পারব। সেই বিশ্বাসই আমাকে ফিরিয়ে দিয়েছে।”
প্রকাশ ঝা পরিচালিত ওয়েব সিরিজ ‘আশ্রম’ তাকে নতুন করে আলোচনায় আনে। এরপর ‘অ্যানিম্যাল’ (২০২৩)-এ খলনায়কের ভূমিকায় এবং ‘দ্য ব্যাডস অফ বলিউড’ (২০২৫)-এ শক্তিশালী অভিনয়ের মাধ্যমে তিনি ফের বলিউডে নিজের জায়গা পাকা করেন।