কাল পদ্মহেম ধামে লালন সাধুসঙ্গ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫:৪৪, ২২ অক্টোবর ২০২৫

মুন্সিগঞ্জের সিরাজদিখানের ঐতিহ্যবাহী পদ্মহেম ধামে বার্ষিক সাধুসঙ্গ। ছবি: সংগৃহীত
লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিখানের ঐতিহ্যবাহী পদ্মহেম ধামে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক সাধুসঙ্গ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৩টায় আগমনী গানের মাধ্যমে শুরু হবে এ বছরের সাধুসঙ্গ। রাত ৮টা থেকে শুরু হবে ‘ধন্য প্রহরের গান’—যেখানে লালন বাণী পরিবেশিত হবে বাউল গানের আসরে।
অনুষ্ঠানের উদ্বোধন করবেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন টুরিস্ট পুলিশ বিভাগের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান।
পদ্মহেম ধামের প্রতিষ্ঠাতা কবির হোসেন জানান, “লালনের চেতনা আজও মানুষের আত্মায় প্রবাহিত। এই সাধুসঙ্গ সেই আত্মিক ঐক্যের বার্তা বহন করে।”
এবারের আসরে লালনের বাণী ও গান পরিবেশন করবেন—পাগলা বাবলু, রাজ্জাক বাউল, সমির বাউল, আরিফ বাউল, সুচনা সেলি, ডলি মণ্ডল ও এলিজা পুতুল।
বাদ্যযন্ত্রে থাকবেন সাইদুল (হারমোনিয়াম), ভুট্টু বাউল (দোতারা), সুমন বাউল (তবলা) এবং আরিফ (বাঁশি)।
অনুষ্ঠান আয়োজনের সহযোগিতা করছে সিটি ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং ট্রাস্ট ব্যাংক পিএলসি।