বুধবার, ২২ অক্টোবর ২০২৫

| ৭ কার্তিক ১৪৩২

জুলাই সনদ মোটাদাগে সবাই মেনে নিয়েছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৩২, ২২ অক্টোবর ২০২৫

জুলাই সনদ মোটাদাগে সবাই মেনে নিয়েছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ মোটাদাগে সবাই মেনে নিয়েছে ও সেখানে যে  অঙ্গীকার রয়েছে তা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। 

বুধবার (২২ অক্টোবর) রাজনীতির সমসাময়িক বিষয় নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়া পল্টনে সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

এ দেশের সব ক্ষেত্রে চরমভাবে দলীয়করণ করা হয়েছে, তাই প্রশাসনের উচ্চপর্যায়ের ব্যক্তিদেরও দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে-এ কথা উল্লেখ করে তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভেবেছিলেন তাদের জমিদারি সারা জীবন থাকবে। পাঁচ আগস্টের পর অনেকের মানসিক পরিবর্তন হয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়নি বলেও জানান।
 
রিজভী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন ২৫ কোটি বৃক্ষরোপণ করবে বিএনপি ক্ষমতায় গেলে। পরিবেশের ভারসাম্য রক্ষায় সব ধরনের কাজ করা হবে। সম্প্রতি তার বক্তব্য সে কথাই ফুটে উঠেছে।
 
বিচার বিভাগ হবে স্বাধীন এ কথা জানিয়ে তিনি আরও বলেন, আইনের শাসন দলীয়করণ করা হবে না। প্রধানমন্ত্রীর স্থায়ীত্বকাল ১০ বছর হবে। এগুলো তারেক রহমানের বক্তব্যে এসেছে।
 
রহুল কবির রিজভী আরও বলেন, আমাদের সুস্থ সাবলীল যাত্রায় অনেক বাধা আসছে, অনেক ষড়যন্ত্র হচ্ছে। বর্তমান সরকারে যদি দলীয় কেউ থাকে, তাদের সরিয়ে দিতে হবে তা না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মনে করেন।
 
পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
 
মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করার প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, দলও বিচার চায় যারা অপরাধ করেছেন, তাদের শাস্তি হোক আইনের মাধ্যমে। ফ্যাসিস্টদের সহযোগিতা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছেন তাদেরকে রেখে সুষ্ঠু নির্বাচন করে সম্ভব হবে না।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর জামায়াত নেতা তাহের জুলাই সনদ বাস্তবায়ন না হলে পরিশ্রম পণ্ডশ্রম হবে
আইএলও’র তিনটি মৌলিক কনভেনশনে সই করলো সরকার
সেন্টমার্টিন ভ্রমণে নতুন সরকারি নির্দেশনা
জুলাই সনদ বাস্তবায়নে নিশ্চয়তা না পেলে স্বাক্ষর নয় : নাহিদ ইসলাম
সোনার দাম কমল, এখন ভরি ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা
এনসিপি ও জামায়াত নেতাদের প্রধান উপদেষ্টা আমাদের নিরপেক্ষতা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন
শেখ হাসিনার আইনজীবী চৌধুরী মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন
তত্ত্বাবধায়কের মুডে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে: আমীর খসরু
দূর্ঘটনার কবলে ভারতের প্রেসিডেন্ট মুর্মুর হেলিকপ্টার
শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে মানবতাবিরোধী মামলায় ট্রাইবুনালে সেনা কর্মকর্তারা
বিবিসি ও ইবিইউর নতুন গবেষণা প্রকাশ সংবাদভিত্তিক প্রশ্নে অর্ধেক সময় ভুল তথ্য দেয় এআই মডেল
গুমের অভিযোগে শেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন
বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের ভূমিকাই দাবি