জুলাই সনদের সুপারিশ একপেশে, জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:৪৮, ৩০ অক্টোবর ২০২৫
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব একপেশে এবং তা জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, “এটি জনগণের মতামতকে অগ্রাহ্য করে একটি নির্দিষ্ট মহলের ইচ্ছা বাস্তবায়নের চেষ্টা মাত্র।”
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “কমিশন যে সুপারিশ দিয়েছে, তা গণতান্ত্রিক ঐকমত্যের প্রতিফলন নয়। বরং এটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেন সরকার কিংবা কিছু প্রভাবশালী গোষ্ঠীর মনঃপূর্তিই জাতীয় ইচ্ছা।”
উল্লেখ্য, গত মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করে।
এই প্রেক্ষিতে বিএনপি নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। দলটির মতে, কমিশনের সুপারিশে দেশের চলমান রাজনৈতিক বাস্তবতা বা ভিন্নমতের প্রতিফলন ঘটেনি।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব আরও বলেন, “জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত। জনগণের মতামত যাচাই না করেই যেভাবে কমিশন সনদ বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি জানান, প্রয়োজনে বিএনপি সরাসরি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে নিজেদের অবস্থান স্পষ্ট করবে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন উপস্থিত ছিলেন।
