বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

| ১৫ কার্তিক ১৪৩২

উপদেষ্টারা দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে: অভিযোগ মান্নার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:০৫, ৩০ অক্টোবর ২০২৫

উপদেষ্টারা দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে: অভিযোগ মান্নার

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘দুমাস পর নির্বাচন হয়ে গেলে সরকারের উপদেষ্টাদের পাওয়া যাবে না। এখন মাথা ঠান্ডা রেখে বুদ্ধির সঙ্গে কাজ করতে হবে।’

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘রাজনীতির বর্তমান এবং ভবিষ্যতের পথরেখা’ শীর্ষক এক অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি।

 এসময় নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘দেশের মানুষের লড়াই একদলকে বদলে আরেক দলকে ক্ষমতায় বসিয়ে দেয়া নয়। বরং এই লড়াই সমাজকে বদলে দেয়ার।’

তিনি আরও বলেন, ‘এই সরকারের উপদেষ্টারা নিজ নিজ ক্ষেত্রে সফল হলেও রাজনৈতিক দিক থেকে আনাড়ি। তারা দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে।’
 
অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী বলেন, ‘জুলাই জাতীয় সনদে সবাইকে নিয়ে সই করা গেলে সেটা কাঙ্ক্ষিত হতো। সনদের ৮৪টি প্রস্তাব রয়েছে। অনেকে নোট অব ডিসেন্ট দিয়েছেন। এই সনদ বাস্তবায়নে গণভোটে যাওয়ার কথা।’
 
একক সিদ্ধান্ত চাপিয়ে দেয়া যায় না উল্লেখ করে তিনি বলেন, ‘অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপির নোট অব ডিসেন্ট সবচেয়ে বেশি। যতখানি ঐকমত্যে পৌঁছাতে পেরেছি সেগুলো নিয়ে যাতে আবার অনৈক্য না দেখা দেয়। গণভোটে নোট অব ডিসেন্টের মীমাংসা হয়ে যাবে ব্যাপারটা এমনও নয়।’

পরিস্থিতি জটিল করে নির্বাচনকে পেছানোর চেষ্টা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী।
অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সাইফুল হক বলেন, ‘এই নিবার্চন গণতন্ত্রের পথে বাংলাদেশকে এগিয়ে দিতে পারবে কি না সে বিষয়ে ভেবে চিন্তে এগুতে হবে।’
 
ঐকমত্য কমিশনের সুপারিশ এখনও চূড়ান্ত নয় উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার বিশেষ কোনো দলের প্রতি ঝুঁকে গেলে শুধু দেশের মানুষই নয় বরং সরকার নিজেও বিপদে পড়বে। সরকার ভিন্ন পথে হাটার চেষ্টা করলে সংকট বাড়বে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ আসলে ‘নোট অব চিটিং’: নাসীরুদ্দীন
এনসিপিকে ‘বাচ্চাদের’ দল হিসেবে গেজেটে ‘শাপলা কলি’: সামান্তা
শাপলা প্রতীক প্রশ্নে আপসহীন এনসিপি: নাসীরুদ্দীন
কোনো দলের দাবিতে নয়, তালিকা সংশোধনে ‘শাপলা কলি’: ইসি সচিব
প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ নিয়ে এনসিপির ক্ষোভ
এ মাসে ডেঙ্গু রোগী ২২ হাজার ছাড়াল, মৃত্যু ৮০
ঐকমত্যে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে হতে পারে: এবি পার্টি
আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন চায় জামায়াত
জুলাই শহীদদের লাশ শনাক্তে আসছেন বিদেশি বিশেষজ্ঞ
নিরীহ আ.লীগ কর্মীদের বুকে টেনে নিতে বললেন বিএনপি নেতা
গুম কমিশন গঠন হচ্ছে না, দায়িত্ব পালন করবে মানবাধিকার কমিশন : আইন উপদেষ্টা
বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে
জুলাই সনদ বিরোধে দ্রুত সিদ্ধান্ত : আশ্বাস আইন উপদেষ্টার
চট্টগ্রাম চেম্বার নির্বাচন দুই সপ্তাহের জন্য স্থগিত
আমিরাতে লটারিতে বাংলাদেশি বিক্রয়কর্মীর ভাগ্য খুলল: জিতলেন ৪০ লাখ টাকার সোনা!
ঐতিহ্য মেনেই ১ ফেব্রুয়ারি একুশের বইমেলা আয়োজন করতে হবে: একুশে বইমেলা সংগ্রাম পরিষদ
জুলাই সনদের সঙ্গে নির্বাচনের সম্পর্ক দেখছি না : আসিফ নজরুল
অতিরিক্ত ডিআইজি হলেন চার পুলিশ সুপার
জুলাই সনদের স্বাক্ষরিত কপি বদলে বিএনপির সঙ্গে প্রতারণা- রিজভী
শাহজালালে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন শিগগির প্রকাশ: উপদেষ্টা বশিরউদ্দীন