ল্যুভর মিউজিয়ামে চুরি
আরও পাঁচ সন্দেহভাজন আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯:৫৬, ৩০ অক্টোবর ২০২৫
বিশ্বের অন্যতম বিখ্যাত জাদুঘর ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামে সংঘটিত আলোচিত চুরির ঘটনায় নতুন করে আরও পাঁচজন সন্দেহভাজনকে আটক করেছে ফরাসি পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্যারিসের প্রসিকিউটর লরা বেকুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতে রাজধানী প্যারিসের বিভিন্ন অঞ্চল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজনকে ‘প্রধান সন্দেহভাজন’ হিসেবে শনাক্ত করা হয়েছে। ল্যুভর মিউজিয়ামের এই চুরির ঘটনায় এর আগে দুইজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন যে, গ্রেপ্তার হওয়া সাতজনের মধ্যে অন্তত তিনজন সরাসরি চুরিতে অংশ নেয়। এখন পর্যন্ত একজন এখনও পলাতক রয়েছে। মোট চারজনের একটি সংগঠিত চোরচক্র এই চুরির সঙ্গে যুক্ত বলে ধারণা করছে পুলিশ।
প্রসিকিউটর বেকুয়া জানান, বুধবার রাতে আটক ব্যক্তিদের মধ্যে একজনের ডিএনএ নমুনা ঘটনাস্থল থেকে পাওয়া আলামতের সঙ্গে মিল পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেননি তিনি।
চুরি হওয়া রত্নগুলোর মধ্যে রয়েছে তৃতীয় নেপোলিয়নের স্ত্রী সম্রাজ্ঞী ইউজেনির টিয়ারা, যা বিশ্বখ্যাত ঐতিহাসিক অলংকারগুলোর একটি। এতে বসানো ছিল ২১২টি মুক্তা, ১ হাজার ৯৯৮টি হীরা এবং ৯৯২টি রোজ-কাট হীরা।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মাত্র কয়েক মিনিটের মধ্যেই নিরাপত্তা কর্মীরা বুঝে ওঠার আগেই চোরেরা আটটি রত্ন নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ল্যুভরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, এই চুরির ঘটনার পর মিউজিয়ামের নিরাপত্তা প্রোটোকল পুনর্মূল্যায়নের কাজ চলছে। বিশেষজ্ঞদের মতে, এটি কেবল একটি সাধারণ চুরি নয়, বরং উচ্চপর্যায়ের পরিকল্পিত অপরাধচক্রের অংশ।
প্যারিসের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষাকারী সংগঠনগুলো বলছে, “ল্যুভর শুধু ফ্রান্স নয়, সমগ্র বিশ্বের ইতিহাসের প্রতীক। এর নিরাপত্তায় এমন ত্রুটি একধরনের সাংস্কৃতিক বিপর্যয়।”
