বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

| ১৫ কার্তিক ১৪৩২

শতাধিক হত্যার পর ফের যুদ্ধবিরতির দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯:৫১, ৩০ অক্টোবর ২০২৫

শতাধিক হত্যার পর ফের যুদ্ধবিরতির দাবি ইসরায়েলের

ইসরায়েলি বাহিনী গাজায় ভয়াবহ বিমান হামলা চালিয়ে শতাধিক বেসামরিক নাগরিক হত্যার পর বুধবার (২৯ অক্টোবর) আবার যুদ্ধবিরতি চুক্তিতে ফেরার দাবি জানিয়েছে।

এক সামরিক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে তারা যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে।

গাজা সিভিল ডিফেন্সের তথ্যমতে, ১২ ঘণ্টারও কম সময়ে ইসরায়েলি বিমান হামলায় ১০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ৩৫ জন শিশু। আরও বহু মানুষ আহত হয়েছেন। হামলাগুলো যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ইসরায়েলি সেনারা পুরো গাজা উপত্যকার বিভিন্ন স্থানে একযোগে বিমান হামলা চালায়। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এসব হামলার পর তারা পুনরায় যুদ্ধবিরতি কার্যকর করা শুরু করেছে।

তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, যুদ্ধবিরতির কথা বললেও বাস্তবে ইসরায়েলি বাহিনী হামলা অব্যাহত রেখেছে। কেননা হতাহতের সংখ্যা এখনো বাড়ছে।

বিশ্লেষকদের মতে, একদিকে যুদ্ধবিরতির ঘোষণা, অন্যদিকে অব্যাহত বিমান হামলা, এই দ্বিমুখী অবস্থান ইসরায়েল সরকারের রাজনৈতিক কৌশলেরই প্রতিফলন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন