বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

| ১৫ কার্তিক ১৪৩২

বাবার এক নির্দেশেই শুরু জীবনের মোড়:

আয়ুষ্মান খুরানার অভিনেতা হওয়ার অনুপ্রেরণার গল্প

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২:২৫, ৩০ অক্টোবর ২০২৫

আয়ুষ্মান খুরানার অভিনেতা হওয়ার অনুপ্রেরণার গল্প

বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা আয়ুষ্মান খুরানার সাফল্যের গল্প যতটা অনুপ্রেরণামূলক, ততটাই আবেগঘন। আজকের এই তারকা একসময় বাবার কঠিন নির্দেশে ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিলেন মুম্বাইয়ের পথে—এক অজানা ভবিষ্যতের দিকে।

স্নাতক শেষ হতেই আয়ুষ্মানকে তার বাবা স্পষ্ট ভাষায় বলেছিলেন, ‘অভিনয় করতে চাইলে চণ্ডীগড়ে থাকা যাবে না, মুম্বাই যেতে হবে।’ বাবার এই কথাই যেন তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। বাবার নির্দেশ অমান্য না করে এক নিমেষে সিদ্ধান্ত নেন—স্বপ্ন পূরণের জন্য ঘর ছাড়বেন। সেই সাহসী সিদ্ধান্তই আজকের সফল আয়ুষ্মানকে গড়ে তুলেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি ঈশ্বরে বিশ্বাস করি, কর্মে বিশ্বাস করি। কিন্তু কুসংস্কারে নয়। আমি কখনো জ্যোতিষশাস্ত্র বা ভাগ্যে নির্ভর করিনি। আমার নামের অতিরিক্ত অক্ষরটাও ছোটবেলা থেকেই আছে—সেটা ইচ্ছাকৃত নয়।”

অভিনেতা জানান, তার বাবা জ্যোতিষশাস্ত্রে আগ্রহী হলেও তিনি নিজে কখনো এসব বিষয়ে ভরসা করেননি। বরং কঠোর পরিশ্রম আর একাগ্রতাকেই জীবনের মূল মন্ত্র মনে করেন তিনি।

চণ্ডীগড়ের মঞ্চনাটক থেকে শুরু করে আজকের বলিউডের প্রথম সারির অভিনেতা হয়ে ওঠার এই পথটা আয়ুষ্মানের জন্য মোটেও সহজ ছিল না। কিন্তু বাবার সেই এক কথাই যেন তাকে দিয়েছিল আত্মবিশ্বাস—“স্বপ্ন যদি সত্যি করতে চাও, তবে ঘর ছেড়ে বেরিয়ে পড়তে হবে।”

আজ সেই বাবার পরামর্শই আয়ুষ্মানের সাফল্যের ভিত। মুম্বাইয়ের সেই যাত্রাই তাকে দিয়েছে ‘বাধাই হো’, ‘আন্ধাধুন’, ‘ড্রিম গার্ল’ থেকে ‘আন অ্যাকশন হিরো’-র মতো হিট ছবির নায়ক হয়ে ওঠার পরিচয়।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন