মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

| ২৭ কার্তিক ১৪৩২

সৌদিতে কাফালা পদ্ধতি বাতিল, স্বাধীনতা পাচ্ছেন প্রবাসীকর্মীরা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮:২৯, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:২৭, ৩১ অক্টোবর ২০২৫

সৌদিতে কাফালা পদ্ধতি বাতিল, স্বাধীনতা পাচ্ছেন প্রবাসীকর্মীরা

অভিবাসী কর্মীদের জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ নিচ্ছে সৌদি আরবের সরকার। সাত দশক ধরে চালু থাকা কাফালা (পৃষ্ঠপোষকতা) ব্যবস্থা আগামী বছরের প্রথমার্ধেই সম্পূর্ণভাবে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিয়াদ। নতুন এই নীতির আওতায় দেশটিতে থাকা প্রবাসী কর্মীরা সরাসরি উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে।

সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, কাফালা ব্যবস্থার পরিবর্তে চালু করা হবে চুক্তিভিত্তিক কর্মসংস্থান ব্যবস্থা, যেখানে নিয়োগকর্তা ও কর্মীর সম্পর্ক থাকবে আইনি চুক্তির আওতায়। প্রবাসী কর্মীরা নিজেরাই এক্সিট ও রি-এন্ট্রি ভিসা নিতে পারবেন এবং চাকরি পরিবর্তনের ক্ষেত্রে পৃষ্ঠপোষকের অনুমতি লাগবে না।

নতুন নীতিতে কর্মীরা স্বাধীনভাবে নতুন চাকরিতে যোগ দিতে পারবেন, পাসপোর্টে চূড়ান্ত প্রস্থান সিল পেতে আর পৃষ্ঠপোষকের অনুমতি লাগবে না এবং চুক্তির শর্ত অনুযায়ী চাকরি পরিবর্তনের সুযোগ পাবেন। এটি সৌদি ‘ভিশন ২০৩০’ কর্মসূচির অংশ, যার লক্ষ্য শ্রমবাজারকে আধুনিক ও বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে তোলা।

প্রায় ৭০ বছর ধরে কাফালা ব্যবস্থা প্রবাসী শ্রমিকদের নিয়োগকর্তার ওপর সম্পূর্ণ নির্ভরশীল করে রেখেছিল। ফলে অনেক ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন, বেতন আটকে রাখা ও কর্মস্থল পরিবর্তনের সীমাবদ্ধতা দেখা দিত। ২০২০ সালে কাফালা বিলুপ্তির ঘোষণা দিলেও কভিড-১৯ মহামারির কারণে তা স্থগিত হয়। এবার এটি কার্যকর হচ্ছে ২০১৯ সালের ‘স্পেশাল প্রিভিলেজ রেসিডেন্সি পারমিট (প্রিমিয়াম ইকামা)’ কর্মসূচির পরবর্তী ধাপে।

প্রিমিয়াম ইকামাধারীরা সৌদি আরবে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস, সম্পত্তির মালিকানা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা গ্রহণ এবং ব্যবসা পরিচালনার সুযোগ পেয়ে আসছেন।

বিশেষজ্ঞরা বলছেন, কাফালা বাতিলের ফলে সৌদি শ্রমবাজার আরও স্বচ্ছ, প্রতিযোগিতামূলক ও মানবিক হবে। এতে দক্ষ বিদেশি কর্মীদের আকৃষ্ট করা সহজ হবে এবং সৌদি তরুণরাও ন্যায্য প্রতিযোগিতায় নিজেদের অবস্থান তৈরি করতে পারবেন।

এই সংস্কার শুধু শ্রমিকদের নয়, বরং সৌদি অর্থনীতি ও সামাজিক কাঠামোর জন্যও এক নতুন অধ্যায় উন্মোচন করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

গণভোট না হলে নির্বাচন ২০২৯ সালেই : হামিদুর রহমান
সম্পদের হিসাব না দেওয়ার মামলায় খালাস পেলেন ইটিভি চেয়ারম্যান
জামায়াতের দিকে আঙুল তুললেন মির্জা ফখরুল
ঢাবি মৃৎশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু
গুলশান লেকে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা
ওড়িশি নৃত্যালেখ্য ও নৃত্যকলার অনবদ্য পরিবেশনায় বিমুগ্ধ দর্শক
রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্ট
ট্রাম্পের হুমকি: বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা
আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ ইসির
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও সাড়ে ৪ মাস বাড়ল
রোহিঙ্গাদের মাঝে বৈধ সিম বিতরণ শুরু, প্রথম ধাপে ১০ হাজার
ইসলামী ৮ দলের যৌথ সমাবেশ : পাঁচ দফা দাবিতে পল্টন মোড়ে নেতাকর্মীরা
দুই ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা ট্রেন চলাচল স্বাভাবিক
ছাত্রলীগ নেতাকে অপহরণে আপ এর দায় স্বীকার, ৩ কর্মী বহিষ্কার
ফেব্রয়ারির কবে নির্বাচন, জানালেন প্রেস সচিব
নায়ক নয়, সবাই আমাকে প্রোডাক্ট বানিয়েছিল:প্রসেনজিৎ
ভারতের নারী ক্রিকেট দলে প্রথম বিদেশি ফিটনেস কোচ!
বুকার পুরস্কার জিতলেন হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সা-লাই
জুলাই সনদের বাইরে সরকারের সিদ্ধান্তের দায় নেবে না বিএনপি
১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানে সরকার