ঢাকায় ‘ডেভিল ব্রেথ’ ব্যবহার করে শিশু অপহরণ
র্যাবের অভিযানে গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:৫১, ৩০ অক্টোবর ২০২৫
রাজধানীতে সক্রিয় এক সংঘবদ্ধ অপহরণচক্র ‘ডেভিল ব্রেথ’ বা ‘শয়তানের নিঃশ্বাস’ নামের এক ধরনের নেশাজাতীয় পদার্থ ব্যবহার করে শিশুদের সম্মোহিত করে অপহরণ করছে। পরে তারা ওই শিশুদের নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান।
তিনি জানান, মিরপুর-১১ এলাকা থেকে চার বছরের এক শিশু তানহাকে অপহরণ করে চক্রটি। পরে কেরানীগঞ্জে অভিযানে গিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় স্বপন সর্দার, তার প্রথম স্ত্রী নার্গিস ও দ্বিতীয় স্ত্রী বিউটিকে গ্রেপ্তার করেছে র্যাব।
সিসিটিভি ফুটেজে দেখা যায়— ২৩ অক্টোবর সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মিরপুর ১১-এর চাঁদনী বিউটি পার্লারের সামনে খেলছিল শিশু তানহা। এক ব্যক্তি শিশুটির নাকের কাছে কিছু ধরে রাখলে মুহূর্তেই সে সম্মোহিত হয়ে পড়ে এবং সেই ব্যক্তির সঙ্গে হেঁটে যায়। পরবর্তীতে এই ফুটেজের সূত্র ধরে র্যাব অপহরণচক্রের সন্ধান পায়।
র্যাব জানায়, শিশু অপহরণের পর চক্রটি ‘জ্বিনের বাদশা’ সেজে পরিবারের সঙ্গে যোগাযোগ করত। তারা দাবি করত, টাকার বিনিময়ে শিশুটিকে ফিরিয়ে দিতে পারবে। এইভাবে একাধিকবার অর্থ হাতিয়ে নেওয়ার পরও শিশু ফেরত দেয়নি।
র্যাব কর্মকর্তা আমিনুর রহমান বলেন, `চক্রটি দুই ভাগে কাজ করে। একটি দল ‘ডেভিল ব্রেথ’ দিয়ে শিশু অপহরণ করে, আরেক দল অপহৃত শিশুদের বিক্রির ব্যবস্থা করে। বিক্রির আগে আবার ‘জ্বিনের বাদশা’ সেজে অর্থ আদায় করে।‘
তিনি আরও জানান, চক্রের প্রথম অংশের তিন সদস্য গ্রেফতার হলেও দ্বিতীয় দলের সদস্যরা এখনো পলাতক। তাদের ধরতে অভিযান চলছে।
উল্লেখ্য, ‘ডেভিল ব্রেথ’ বা ‘স্কোপোলামিন’ নামে পরিচিত এই পদার্থটি দক্ষিণ আমেরিকায় অপরাধে ব্যবহৃত হয় বলে জানা গেছে। অতি অল্প পরিমাণেই এটি মানুষকে অচেতন বা সম্মোহিত করে ফেলে। ফলে ভুক্তভোগী ইচ্ছাশক্তি হারায়। বাংলাদেশে এ ধরনের অপরাধ প্রথমবারের মতো শনাক্ত হলো।
