শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

| ১৫ কার্তিক ১৪৩২

ঢাকায় ‘ডেভিল ব্রেথ’ ব্যবহার করে শিশু অপহরণ

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:৫১, ৩০ অক্টোবর ২০২৫

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৩

রাজধানীতে সক্রিয় এক সংঘবদ্ধ অপহরণচক্র ‘ডেভিল ব্রেথ’ বা ‘শয়তানের নিঃশ্বাস’ নামের এক ধরনের নেশাজাতীয় পদার্থ ব্যবহার করে শিশুদের সম্মোহিত করে অপহরণ করছে। পরে তারা ওই শিশুদের নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান।

তিনি জানান, মিরপুর-১১ এলাকা থেকে চার বছরের এক শিশু তানহাকে অপহরণ করে চক্রটি। পরে কেরানীগঞ্জে অভিযানে গিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় স্বপন সর্দার, তার প্রথম স্ত্রী নার্গিস ও দ্বিতীয় স্ত্রী বিউটিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সিসিটিভি ফুটেজে দেখা যায়— ২৩ অক্টোবর সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মিরপুর ১১-এর চাঁদনী বিউটি পার্লারের সামনে খেলছিল শিশু তানহা। এক ব্যক্তি শিশুটির নাকের কাছে কিছু ধরে রাখলে মুহূর্তেই সে সম্মোহিত হয়ে পড়ে এবং সেই ব্যক্তির সঙ্গে হেঁটে যায়। পরবর্তীতে এই ফুটেজের সূত্র ধরে র‌্যাব অপহরণচক্রের সন্ধান পায়।

র‌্যাব জানায়, শিশু অপহরণের পর চক্রটি ‘জ্বিনের বাদশা’ সেজে পরিবারের সঙ্গে যোগাযোগ করত। তারা দাবি করত, টাকার বিনিময়ে শিশুটিকে ফিরিয়ে দিতে পারবে। এইভাবে একাধিকবার অর্থ হাতিয়ে নেওয়ার পরও শিশু ফেরত দেয়নি।

র‌্যাব কর্মকর্তা আমিনুর রহমান বলেন, `চক্রটি দুই ভাগে কাজ করে। একটি দল ‘ডেভিল ব্রেথ’ দিয়ে শিশু অপহরণ করে, আরেক দল অপহৃত শিশুদের বিক্রির ব্যবস্থা করে। বিক্রির আগে আবার ‘জ্বিনের বাদশা’ সেজে অর্থ আদায় করে।‘

তিনি আরও জানান, চক্রের প্রথম অংশের তিন সদস্য গ্রেফতার হলেও দ্বিতীয় দলের সদস্যরা এখনো পলাতক। তাদের ধরতে অভিযান চলছে।

উল্লেখ্য, ‘ডেভিল ব্রেথ’ বা ‘স্কোপোলামিন’ নামে পরিচিত এই পদার্থটি দক্ষিণ আমেরিকায় অপরাধে ব্যবহৃত হয় বলে জানা গেছে। অতি অল্প পরিমাণেই এটি মানুষকে অচেতন বা সম্মোহিত করে ফেলে। ফলে ভুক্তভোগী ইচ্ছাশক্তি হারায়। বাংলাদেশে এ ধরনের অপরাধ প্রথমবারের মতো শনাক্ত হলো।
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ আসলে ‘নোট অব চিটিং’: নাসীরুদ্দীন
এনসিপিকে ‘বাচ্চাদের’ দল হিসেবে গেজেটে ‘শাপলা কলি’: সামান্তা
শাপলা প্রতীক প্রশ্নে আপসহীন এনসিপি: নাসীরুদ্দীন
কোনো দলের দাবিতে নয়, তালিকা সংশোধনে ‘শাপলা কলি’: ইসি সচিব
প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ নিয়ে এনসিপির ক্ষোভ
এ মাসে ডেঙ্গু রোগী ২২ হাজার ছাড়াল, মৃত্যু ৮০
ঐকমত্যে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে হতে পারে: এবি পার্টি
আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন চায় জামায়াত
জুলাই শহীদদের লাশ শনাক্তে আসছেন বিদেশি বিশেষজ্ঞ
নিরীহ আ.লীগ কর্মীদের বুকে টেনে নিতে বললেন বিএনপি নেতা
গুম কমিশন গঠন হচ্ছে না, দায়িত্ব পালন করবে মানবাধিকার কমিশন : আইন উপদেষ্টা
বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে
জুলাই সনদ বিরোধে দ্রুত সিদ্ধান্ত : আশ্বাস আইন উপদেষ্টার
চট্টগ্রাম চেম্বার নির্বাচন দুই সপ্তাহের জন্য স্থগিত
আমিরাতে লটারিতে বাংলাদেশি বিক্রয়কর্মীর ভাগ্য খুলল: জিতলেন ৪০ লাখ টাকার সোনা!
ঐতিহ্য মেনেই ১ ফেব্রুয়ারি একুশের বইমেলা আয়োজন করতে হবে: একুশে বইমেলা সংগ্রাম পরিষদ
জুলাই সনদের সঙ্গে নির্বাচনের সম্পর্ক দেখছি না : আসিফ নজরুল
অতিরিক্ত ডিআইজি হলেন চার পুলিশ সুপার
জুলাই সনদের স্বাক্ষরিত কপি বদলে বিএনপির সঙ্গে প্রতারণা- রিজভী
শাহজালালে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন শিগগির প্রকাশ: উপদেষ্টা বশিরউদ্দীন