বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

| ১৫ কার্তিক ১৪৩২

ইসির প্রতীক তালিকায় ‘শাপলা কলি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:৩৯, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৬:৫৪, ৩০ অক্টোবর ২০২৫

ইসির প্রতীক তালিকায় ‘শাপলা কলি’

নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তালিকায় যুক্ত হলো নতুন প্রতীক ‘শাপলা কলি’। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসি সচিবালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে জানানো হয়, এই নতুন প্রতীকটি তালিকার ১০২ নম্বরে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের অনুচ্ছেদ ৯৪ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এ সংশোধন আনা হয়েছে। নতুন সংশোধনে বিধি ৯-এর উপ-বিধি (১) প্রতিস্থাপন করে বলা হয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা স্থগিতকৃত প্রতীক ছাড়া তালিকাভুক্ত প্রতীকগুলোর মধ্যে থেকে প্রাপ্যতা অনুযায়ী যেকোনো একটি প্রতীক পেতে পারবেন।

ইসি সূত্রে জানা গেছে, রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক নির্বাচনের ক্ষেত্রে বৈচিত্র্য আনতেই নতুন এই প্রতীক সংযোজন করা হয়েছে। বর্তমানে ইসির প্রতীক তালিকায় ১০২টি প্রতীক রয়েছে, যার মধ্যে ‘শাপলা কলি’ সর্বশেষ সংযোজন।

নির্বাচন কমিশনের এক কর্মকর্তা বলেন, ‘প্রতীক তালিকা সম্প্রসারণের মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনকে আরও সুশৃঙ্খল ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, ইসি সম্প্রতি সরকারের ৩১টি মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে আসন্ন ভোটের প্রস্তুতি, নিরাপত্তা ও প্রশাসনিক সমন্বয় বিষয়ে পর্যালোচনা সম্পন্ন করেছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ আসলে ‘নোট অব চিটিং’: নাসীরুদ্দীন
এনসিপিকে ‘বাচ্চাদের’ দল হিসেবে গেজেটে ‘শাপলা কলি’: সামান্তা
শাপলা প্রতীক প্রশ্নে আপসহীন এনসিপি: নাসীরুদ্দীন
কোনো দলের দাবিতে নয়, তালিকা সংশোধনে ‘শাপলা কলি’: ইসি সচিব
প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ নিয়ে এনসিপির ক্ষোভ
এ মাসে ডেঙ্গু রোগী ২২ হাজার ছাড়াল, মৃত্যু ৮০
ঐকমত্যে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে হতে পারে: এবি পার্টি
আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন চায় জামায়াত
জুলাই শহীদদের লাশ শনাক্তে আসছেন বিদেশি বিশেষজ্ঞ
নিরীহ আ.লীগ কর্মীদের বুকে টেনে নিতে বললেন বিএনপি নেতা
গুম কমিশন গঠন হচ্ছে না, দায়িত্ব পালন করবে মানবাধিকার কমিশন : আইন উপদেষ্টা
বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে
জুলাই সনদ বিরোধে দ্রুত সিদ্ধান্ত : আশ্বাস আইন উপদেষ্টার
চট্টগ্রাম চেম্বার নির্বাচন দুই সপ্তাহের জন্য স্থগিত
আমিরাতে লটারিতে বাংলাদেশি বিক্রয়কর্মীর ভাগ্য খুলল: জিতলেন ৪০ লাখ টাকার সোনা!
ঐতিহ্য মেনেই ১ ফেব্রুয়ারি একুশের বইমেলা আয়োজন করতে হবে: একুশে বইমেলা সংগ্রাম পরিষদ
জুলাই সনদের সঙ্গে নির্বাচনের সম্পর্ক দেখছি না : আসিফ নজরুল
অতিরিক্ত ডিআইজি হলেন চার পুলিশ সুপার
জুলাই সনদের স্বাক্ষরিত কপি বদলে বিএনপির সঙ্গে প্রতারণা- রিজভী
শাহজালালে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন শিগগির প্রকাশ: উপদেষ্টা বশিরউদ্দীন