ধর্মা প্রোডাকশনের অর্ধেক বিক্রি
এক হাজার ৩০০ কোটির চুক্তি নিয়ে যা বললেন করণ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬:৩৭, ৩০ অক্টোবর ২০২৫
ফাইল ছবি
বলিউডের জনপ্রিয় নির্মাতা করণ জোহর স্বীকার করেছেন—নিজেকে তিনি সবচেয়ে “খারাপ দরদামকারী” মনে করেন। সম্প্রতি ধর্মা প্রোডাকশনের ৫০ শতাংশ শেয়ার বিক্রির পর এই মন্তব্য করেছেন তিনি।
ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদার পুনাওয়ালার কাছে প্রায় এক হাজার কোটি রুপি (এক হাজার ৩০০ কোটি টাকা)বিনিময়ে ধর্মা প্রোডাকশনের অর্ধেক মালিকানা বিক্রি করেছেন করণ জোহর। এই বড় চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটির সৃজনশীল ও ব্যবসায়িক পরিসর আরও সম্প্রসারিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এক সাক্ষাৎকারে করণ বলেন, “আমি ধর্মার সৃজনশীল দিকটা দেখি, কিন্তু ব্যবসায়িক সবকিছুই বহুদিন ধরে সামলাচ্ছেন আমার বন্ধু ও সিইও অপূর্বা মেহতা। ব্যবসায়িক দিক থেকে আমি তেমন দক্ষ নই। অপূর্বাই আসলে ধর্মা, ধর্মাটিক, ধর্মা ২.০, ডিসিএ—সবকিছুর মস্তিষ্ক। আমি শুধু সৃজনশীল দিকটাই সামলাই।”
তিনি আরও বলেন, “ধর্মার অর্ধেক বিক্রির সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ কৌশলগত। আমি জানতাম সঠিক বিনিয়োগের মাধ্যমে ৫০ কোটি থেকে ১,৫০০ কোটি করা সম্ভব। এই অংশীদারিত্ব আমাদের প্রযোজনা প্রতিষ্ঠানকে আরও বড় পরিসরে নিয়ে যাবে।”
চলচ্চিত্র ব্যবসায় এই সিদ্ধান্তকে ‘বুদ্ধিদীপ্ত পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন করণ জোহর। তার মতে, আদার পুনাওয়ালার মতো শক্তিশালী পার্টনার যুক্ত হওয়ায় ধর্মা প্রোডাকশন ও ধর্মাটিক এন্টারটেইনমেন্ট এখন ভারতের প্রতিযোগিতামূলক চলচ্চিত্র বাজারে আরও দৃঢ় অবস্থান নিতে পারবে।
তবে নিজের হাস্যরসাত্মক ভঙ্গিতে করণ যোগ করেন, “আমি দরদামে সবচেয়ে দুর্বল মানুষ। আমাকে কখনো দরদামের ঘরে পাঠানো ঠিক হবে না—কারণ আমি সব সময় বেশি ছাড় দিয়ে কম পাই!”
এই মন্তব্যের মধ্য দিয়েই বলিউডের অন্যতম প্রভাবশালী প্রযোজক করণ জোহর আবারও প্রমাণ করলেন—ব্যবসায় নয়, সৃজনশীলতায়ই তিনি সবচেয়ে আত্মবিশ্বাসী।
