মঞ্চে আগুন তবুও নাচ থামাননি কৌশানি মুখার্জি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪:০৬, ৩০ অক্টোবর ২০২৫
ছবি : সংগৃহীত
টলিউড তারকা কৌশানি মুখার্জি কাজের প্রতি নিষ্ঠা ও পেশাদারিত্বের এক অনন্য উদাহরণ স্থাপন করলেন। সম্প্রতি এক সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করার সময় হঠাৎই মঞ্চে আগুন ধরে যায়। কিন্তু উপস্থিত দর্শক হতভম্ব হয়ে গেলেও কৌশানি থামেননি—নাচ চালিয়ে গেছেন শেষ পর্যন্ত।
টলিউড অনলাইন প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কালো ফুলহাতা টি-শার্ট ও কালো সিক্যুয়েন্স প্যান্ট পরা কৌশানি মঞ্চে ‘রক্তবীজ ২’ সিনেমার গান ‘ও বন্ধু শোনেন না’-তে পারফর্ম করছিলেন। হঠাৎই আলো বা সাজসজ্জার কোনো অংশে আগুন লেগে যায়। আয়োজক ও নিরাপত্তাকর্মীরা আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়লেও অভিনেত্রী নিজের পারফর্মেন্স বন্ধ না করে তা সম্পন্ন করেন।
দর্শকদের মতে, এ দৃশ্য প্রমাণ করে কৌশানির পেশাদারিত্ব কতটা দৃঢ়। টলিউডের অন্য তারকারাও তার মনোযোগ ও কাজের প্রতি ভালোবাসার প্রশংসা করেছেন।
অভিনয় জীবনে নানা চরিত্রে নিজেকে ভেঙে গড়ে তুলেছেন কৌশানি মুখার্জি। ধারাবাহিক অধ্যবসায়, পরিশ্রম ও আত্মবিশ্বাস তাঁকে জনপ্রিয়তার শীর্ষে তুলেছে। তিনি এখন টলিউডের অন্যতম নির্ভরযোগ্য মুখ, যিনি নতুন চরিত্র ও চ্যালেঞ্জ নিতে সবসময় প্রস্তুত।
এর আগে ‘রঘু ডাকাত’ ছবির প্রচারে ট্রেনে চড়ার ভিডিও নিয়েও আলোচনায় ছিলেন এই অভিনেত্রী। তাতে কৌশানিকে সাধারণ পোশাকে বন্দে ভারত ট্রেনে উঠতে দেখা যায়। সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “প্রায় ২০ বছর পর ট্রেনে উঠলাম, সত্যিই এক আলাদা অনুভূতি।” যদিও এ মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু কটাক্ষও সহ্য করতে হয়েছে তাকে।
তবুও কৌশানি মুখার্জি জানিয়ে দিয়েছেন—কাজের জায়গায় তিনি একাগ্র, সাহসী ও আত্মবিশ্বাসী। আগুনের মাঝেও নাচ থামাননি—এটাই যেন তাঁর পেশাদার পরিচয়ের সেরা প্রতীক।
