বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

| ১৫ কার্তিক ১৪৩২

সালমান শাহ ইস্যুতে আবেগঘন প্রতিক্রিয়া শাবনূরের

বিনোদন ডেস্ক 

প্রকাশ: ১৫:১৬, ৩০ অক্টোবর ২০২৫

সালমান শাহ ইস্যুতে আবেগঘন প্রতিক্রিয়া শাবনূরের

ঢালিউডের কিংবদন্তি অভিনেতা সালমান শাহের মৃত্যুকে ঘিরে নতুন করে আলোচনার ঝড় বইছে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় এই জনপ্রিয় নায়কের রহস্যজনক মৃত্যু হয়। সম্প্রতি আদালতের নির্দেশে মামলাটি হত্যাকাণ্ড হিসেবে পুনরায় তদন্তের আওতায় এসেছে। এতে সালমানের সাবেক স্ত্রী সামিরা, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ ১১ জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে এবং তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এদিকে, এই ঘটনার সঙ্গে অভিনেত্রী শাবনূরের নাম জড়িয়ে গুজব ছড়ানোর ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। 

অস্ট্রেলিয়া থেকে এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাবনূর বলেন,‘আমাকে কেন দোষারোপ করা হচ্ছে? আমি কিছুই জানি না, ঘটনাস্থলে ছিলাম না। আমিও তো বিচার চাই। সালমান ভাইয়ের মৃত্যুর সঠিক তদন্ত হোক, প্রকৃত দোষীদের শাস্তি পাক।’

শাবনূর আরও বলেন,‘সালমান শাহ ছিলেন আমার অত্যন্ত প্রিয় সহ-অভিনেতা। তার সঙ্গে কাজ করেই আমার চলচ্চিত্রজীবন উজ্জ্বল হয়ে উঠেছে। আমাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়েছিল। তার মৃত্যুর পর কেউ কেউ হয়তো নিজেদের বাঁচাতে আমার নাম জড়িয়ে বিভ্রান্তি ছড়িয়েছে।’

তিনি আরও জানান, ঘটনার আগের দিন সালমান ও সামিরা বেশ স্বাভাবিক ছিলেন—‘ওরা দু’জনই হাসিখুশি ছিল, একসঙ্গে ডাবিং থিয়েটার থেকে বের হয়েছিল। আমি বুঝি না, এত বছর পরও কেন আমাকে এই ঘটনার সঙ্গে জড়ানো হচ্ছে!’

দীর্ঘশ্বাস ফেলে শাবনূর বলেন,‘এই সময়টা আমাকে মানসিকভাবে ক্লান্ত করে দিয়েছে। আমি সংসার করছি, সন্তান ও পরিবার নিয়ে শান্তিতে থাকতে চাই। কিন্তু যখনই এ বিষয়টি নতুন করে আলোচনায় আসে, মনে হয় আমি আবার সেই পুরোনো অন্ধকার সময়ের দিকে ফিরে যাচ্ছি।’

তিনি আরও জানান,‘আমি ন্যায়বিচার চাই। জনগণ যেমন সালমান ভাইয়ের জন্য বিচার চায়, তার মা যেমন ন্যায় চান, আমিও চাই প্রকৃত সত্য উদ্ঘাটিত হোক এবং অপরাধীরা আইনের আওতায় আসুক।’

সালমান শাহ ও শাবনূর ছিলেন নব্বইয়ের দশকের ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় জুটি। একসঙ্গে তারা অভিনয় করেছেন ১৪টি সুপারহিট সিনেমায়—চাওয়া থেকে পাওয়া, প্রেমযুদ্ধ, তুমি আমার, অন্তরে অন্তরে, স্বপ্নের ঠিকানা, বিক্ষোভ, সুজন সখীসহ আরও বহু চলচ্চিত্রে। তাদের পর্দার রসায়ন এখনো দর্শকদের মনে অম্লান।
 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জুলাই সনদ বিরোধে দ্রুত সিদ্ধান্ত : আশ্বাস আইন উপদেষ্টার
চট্টগ্রাম চেম্বার নির্বাচন দুই সপ্তাহের জন্য স্থগিত
আমিরাতে লটারিতে বাংলাদেশি বিক্রয়কর্মীর ভাগ্য খুলল: জিতলেন ৪০ লাখ টাকার সোনা!
ঐতিহ্য মেনেই ১ ফেব্রুয়ারি একুশের বইমেলা আয়োজন করতে হবে: একুশে বইমেলা সংগ্রাম পরিষদ
জুলাই সনদের সঙ্গে নির্বাচনের সম্পর্ক দেখছি না : আসিফ নজরুল
অতিরিক্ত ডিআইজি হলেন চার পুলিশ সুপার
জুলাই সনদের স্বাক্ষরিত কপি বদলে বিএনপির সঙ্গে প্রতারণা- রিজভী
শাহজালালে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন শিগগির প্রকাশ: উপদেষ্টা বশিরউদ্দীন
ঢাকায় ‘ডেভিল ব্রেথ’ ব্যবহার করে শিশু অপহরণ: র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৩
ইসির প্রতীক তালিকায় ‘শাপলা কলি’
চাকরি পাচ্ছেন মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী
ফরিদপুরে শ্যালিকাকে গণধর্ষণ ও হত্যা: দুলাভাইসহ ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
গণভোট আগে না হলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: জামায়াত
উপদেষ্টারা দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে: অভিযোগ মান্নার
এমপিও শিক্ষকদের সর্বোচ্চ বেতন প্রস্তাব ১ লাখ ৫৬ হাজার, সর্বনিম্ন ৩০ হাজার
নভেম্বরেই গণভোট ও সংশোধিত আরপিও চায় ইসলামী আন্দোলন
৫৬ বছর বয়সে এইচএসসি পাস করলেন খুলনার শাম্মী আক্তার
‘পিছলা মাঠে বেশি তেলমর্দন করেন আইন উপদেষ্টা’- নাসীরুদ্দীন পাটওয়ারী
হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা রাজু অবশেষে গ্রেপ্তার
জুলাই সনদের বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়ছে: গণসংহতি আন্দোলন