বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

| ১৫ কার্তিক ১৪৩২

ভিসা প্রতারণা বন্ধে জার্মান দূতাবাসের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:০৫, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৩:৩৯, ৩০ অক্টোবর ২০২৫

ভিসা প্রতারণা বন্ধে  জার্মান দূতাবাসের সতর্কবার্তা

ভিসা আবেদনকারীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস। সম্প্রতি কিছু প্রতারক নিজেদের দূতাবাসের কর্মকর্তা পরিচয় দিয়ে আবেদনকারীদের ব্যক্তিগত তথ্য ও নথি সংগ্রহের চেষ্টা করছে—এমন অভিযোগের পর দূতাবাস এ সতর্কতা জারি করে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, ভিসা প্রার্থীরা যেন কোনোভাবেই অচেনা ই-মেইল ঠিকানায় ব্যক্তিগত বা আবেদনসংক্রান্ত তথ্য পাঠাবেন না। আবেদনকারীদের পরামর্শ দেওয়া হয়, কোনো ই-মেইল পাওয়ার পর সেটির প্রেরকের ঠিকানা যাচাই করতে এবং সন্দেহ হলে দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটে থাকা যোগাযোগ ফর্মের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “কনস্যুলার সার্ভিসেস পোর্টাল থেকে কেবল স্বয়ংক্রিয় বার্তা পাঠানো হয়, যেখানে জানানো হয় যে পোর্টালে নতুন কোনো বার্তা যুক্ত হয়েছে। ই-মেইলের মাধ্যমে কখনও বিস্তারিত আবেদন সংক্রান্ত তথ্য পাঠানো হয় না।”

প্রতারণা ঠেকাতে জার্মান দূতাবাসের এই উদ্যোগকে অভিবাসন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা ইতিবাচক হিসেবে দেখছেন। তারা মনে করেন, বাংলাদেশে ইউরোপগামী ভিসা আবেদনকারীদের মধ্যে সচেতনতা বাড়লে প্রতারণা ও তথ্য চুরি প্রতিরোধ করা সম্ভব হবে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন