শনিবার থেকে চালু হচ্ছে আন্তঃএমএফএস লেনদেন
বিকাশ-নগদে টাকা পাঠানো আরও সহজ, বাড়বে খরচ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫২, ৩০ অক্টোবর ২০২৫
দেশের ডিজিটাল আর্থিক খাতে যোগ হচ্ছে এক যুগান্তকারী অধ্যায়। আগামী ১ নভেম্বর থেকে গ্রাহকরা এক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) থেকে অন্য প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠাতে পারবেন। অর্থাৎ বিকাশ থেকে নগদ, বা রকেট থেকে উপায়—যে কোনো এমএফএসে লেনদেন সম্ভব হবে।
তবে এই সুবিধার সঙ্গে খরচ কিছুটা বাড়বে। বাংলাদেশ ব্যাংকের নতুন কাঠামো অনুযায়ী প্রতি হাজার টাকায় লেনদেন চার্জ পড়বে সাড়ে ৮ টাকা, ব্যাংক থেকে এমএফএসে দেড় টাকা, আর ব্যাংক থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) অ্যাকাউন্টে পাঠাতে হাজারে মাত্র ২ টাকা।
২০১১ সালে চালু হয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস। বর্তমানে দেশে সক্রিয় অ্যাকাউন্ট রয়েছে প্রায় ১৪ কোটি ৬৪ লাখ। প্রতি মাসে এসব অ্যাকাউন্টে লেনদেনের পরিমাণ প্রায় দেড় লাখ কোটি টাকা। এতদিন এমএফএস প্রতিষ্ঠানগুলো শুধু নিজেদের মধ্যে লেনদেন করতে পারলেও, এবার এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে টাকা পাঠানোর পথ উন্মুক্ত হচ্ছে।
ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফারুক মাঈনুদ্দিন এই উদ্যোগকে “যুগান্তকারী সিদ্ধান্ত” হিসেবে অভিহিত করে বলেন, “নগদ থেকে বিকাশ বা বিকাশ থেকে নগদে টাকা পাঠানোর সুবিধা সরাসরি অর্থনৈতিক অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করবে। যাদের জন্য সুবিধা গুরুত্বপূর্ণ, তারা সামান্য খরচ মেনে নেবেন।”
গ্রাহক ও এজেন্টরা বলছেন, নতুন এই আন্তঃএমএফএস সেবা লেনদেন সহজ করবে, তবে চার্জ কিছুটা কমানো দরকার। তাদের মতে, লেনদেনের স্বাধীনতা যেমন বাড়বে, তেমনি খরচ নিয়ন্ত্রণে রাখাও জরুরি।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, “আমরা ক্যাশলেস সোসাইটি গঠনে এগিয়ে যাচ্ছি। গ্রাহক স্বার্থকে সামনে রেখেই পরিকল্পনা সাজানো হচ্ছে। শতভাগ ক্যাশলেস সমাজ গড়া সম্ভব না হলেও যতটুকু সম্ভব তা বাস্তবায়নের চেষ্টা চলবে।”
ব্যাংক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং সব এমএফএস প্রতিষ্ঠান একযোগে এই সেবা চালু করবে। বাংলাদেশ ব্যাংক আশা করছে, আন্তঃএমএফএস লেনদেনের মাধ্যমে দেশের ডিজিটাল আর্থিক ব্যবস্থায় নতুন গতি ও স্বচ্ছতা আসবে।
