বোলারদের পরিশ্রম বৃথা, ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হার: লিটনের আত্মসমালোচনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪:৩৫, ৩০ অক্টোবর ২০২৫
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টি-টোয়েন্টিতে দারুণ বোলিং করেও ব্যাটিং ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে অধিনায়ক লিটন কুমার দাস খোলামেলাভাবে স্বীকার করেছেন—দলের হারটা বোলারদের প্রতি অন্যায়ই ছিল।
বুধবার টস জিতে ব্যাট করতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। ১১ ওভার শেষে ১ উইকেটে ১০৫ রান, তখন মনে হচ্ছিল ইনিংস যাবে ১৯০–২০০ রানের দিকে। কিন্তু নাসুম আহমেদ টানা দুই বলে দুটি উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরিয়ে আনেন বাংলাদেশকে। পরে রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমানের নিখুঁত বোলিংয়ে শেষ ৯ ওভারে মাত্র ৪৪ রান তুলতে পারে অতিথিরা। ক্যারিবীয়রা অলআউট হয় ১৪৯ রানে।
লিটন ম্যাচের আগে বলেছিলেন—চট্টগ্রামের উইকেটে ১৮০ রানও তাড়া করা সম্ভব। কিন্তু বাস্তবে ১৫০ রানের লক্ষ্যই হয়ে ওঠে অপ্রতিরোধ্য। ব্যাট হাতে ব্যর্থ পুরো দল—২০ ওভারে ১৩৫ রানে থেমে যায় ইনিংস। ফলে ১৪ রানে হেরে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ।
ম্যাচ শেষে লিটনের কণ্ঠে হতাশার সুর, “গত দুই-তিন সিরিজ ধরে আমাদের বোলাররা অসাধারণ করছে। আজও তারা দলের জন্য দারুণ কাজ করেছে। কিন্তু আমরা ব্যাটসম্যানরা দায়িত্ব নিতে পারিনি। এজন্য আমি তাদের কাছে দুঃখিত।”
নিজের পারফরম্যান্স নিয়েও খোলামেলা লিটন বলেন, “১৫০ রান বড় লক্ষ্য নয়। আমি যদি ১২–১৩ ওভার উইকেটে থাকতাম, ম্যাচ শেষ হয়ে যেত। আমাকে আরও পরিণত হতে হবে।”
লিটন জীবন পেয়েও ২৩ রানে আউট হন। একইভাবে সাইফ হাসান (৫), তাওহিদ হৃদয় (১২) ও তানজিদ হাসান (৬১) জীবন পেয়ে সুযোগ নষ্ট করেন। বিশেষ করে তানজিদের উইকেটই ভেঙে দেয় জয়ের আশা।
লিটন আরও যোগ করেন,“ওরা আজ ভালো বোলিং করেছে, কিন্তু ফিল্ডিংয়ে সুযোগ পেয়েও আমরা কাজে লাগাতে পারিনি।”
আগামী শুক্রবার চট্টগ্রামেই অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। হোয়াইটওয়াশ এড়াতে এখন ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে লিটনদের বাংলাদেশ।
