রূপগঞ্জে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৪:২২, ৩০ অক্টোবর ২০২৫
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ব্যবসায়ী তানভীর হাসান মিলন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার তারাব পৌরসভার রূপসী প্রিমা টাওয়ারে অবস্থিত সাংবাদিক কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তানভীর হাসান মিলন বলেন, “আমি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ‘এশিয়ান ট্রেডার্স’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি। স্থানীয় যুবলীগ নেতা রায়হান কবির সুমন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে আমার মালিকানাধীন জমি জোরপূর্বক দখল করে রাখে। এ নিয়ে সুমনের সঙ্গে আমার বিরোধ সৃষ্টি হয়। পরবর্তীতে সুমন সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার বাড়িতে হামলা ও গুলি চালায়। এ ঘটনায় আমি রূপগঞ্জ থানায় মামলা দায়ের করি। কিন্তু মামলা তুলে নিতে সে আমাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে।”
তিনি আরও বলেন, “গত ৫ আগস্টের পর সুমন বিদেশে পালিয়ে যায়। বিদেশে থেকেও সে আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে। সম্প্রতি ‘গোয়েন্দা ডায়েরী’ নামে একটি সাপ্তাহিক পত্রিকায় আমার বিরুদ্ধে ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ওই যুবলীগ নেতা সুমন ও সংশ্লিষ্ট পত্রিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।”
তানভীর হাসান মিলন দাবি করেন, রায়হান কবির সুমনের নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক হত্যা মামলাও রয়েছে। তিনি প্রশাসনের কাছে এ ঘটনায় ন্যায্য বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
