শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

| ১৬ কার্তিক ১৪৩২

বুড়িচংয়ে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, যুবলীগ নেতা আটক

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১২:৪৩, ৩১ অক্টোবর ২০২৫

বুড়িচংয়ে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, যুবলীগ নেতা আটক

চুরির অপবাদে কুমিল্লার বুড়িচংয়ে এক কিশোরকে গাছের সঙ্গে বেঁধে সারাদিন ধরে নির্যাতন করেছেন স্থানীয় যুবলীগ নেতা। বুধবার (২৯ অক্টোবর) উপজেলার ময়নামতি ইউনিয়নের বিনন্দিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবলীগ নেতা মনির হোসেনকে পুলিশ আটক করেছে।

নির্যাতনের শিকার কিশোরের নাম আবু সাঈদ (১৬)। তিনি শাহ দৌলতপুর গ্রামের মৃত নাজির ইসলামের ছেলে। অন্যদিকে অভিযুক্ত মনির হোসেন ওই গ্রামের সুলতান আহমেদের ছেলে এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখলাক হায়দারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, মনির হোসেন চুরির অভিযোগ তুলে কিশোর সাঈদকে নিজের বাড়ির একটি গাছের সঙ্গে বেঁধে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্যাতন করেন। সারাদিনের এই নির্যাতনের সময় কেউ প্রতিবাদ করতে সাহস পাননি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী বলেন, “মনির ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ মানুষকে ভয় দেখিয়ে চলে। ১৬ বছর ধরে তারা ময়নামতি ইউনিয়নে অত্যাচার চালাচ্ছে, এখনো করছে।”

নির্যাতিত কিশোরের মা সেলিনা বেগম বলেন, “আমার ছেলেকে কাজের কথা বলে মনির বাসায় নেয়। কাজের টাকা চাইতে গেলে তাকে চোর বলে মারধর করে। আমরা গিয়ে ছেলেকে ছাড়াতে চাইলে নানা হুমকি দেয়। এমনকি বলে, ৯০ হাজার টাকা না দিলে ছেলেকে ছাড়বে না।”

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে কিশোরকে উদ্ধার করে এবং অভিযুক্ত যুবলীগ নেতা মনির হোসেনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মনিরের গরুর খামারে কাজ করত সাঈদ। সেখানে ৯০ হাজার টাকা হারিয়ে যাওয়ার পর সন্দেহে তাকে গাছে বেঁধে রাখে মনির। বৃহস্পতিবার থানায় মামলা হয়েছে।”

এ বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও মনির হোসেনের বক্তব্য পাওয়া যায়নি।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় প্রশ্ন তুলল এমএসএফ অজ্ঞাতনামা লাশ ও হেফাজতে মৃত্যু বাড়ছে
মধ্যপাড়া পাথর খনি ভবানীপুর রেলপথে রেললাইনের ৬ হাজার নাটবল্টু চুরি
অধিকারের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে ৪০ জন বিচারবহির্ভূত হত্যার শিকার
জেডি ভান্সের আশা, স্ত্রী ঊষা একদিন গ্রহণ করবেন খ্রিষ্টান ধর্ম
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা
নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই: মির্জা ফখরুল
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি
আজ শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ
জুবিনের শেষ সিনেমা মুক্তি পেল আসামে, ৯০ হলে টিকিট ‘হাউসফুল’
২০২৬ থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের সীমা ৭৫০০ জন
সঞ্চয়পত্র জালিয়াতিতে সাবেক ছাত্রদল নেতার নাম, চাঞ্চল্যকর তথ্য উন্মোচন