শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

| ১৬ কার্তিক ১৪৩২

খুলনায় গোলাম পরওয়ার ভয় দেখিয়ে লাভ নেই, হিন্দুরাও এখন দাঁড়িপাল্লার পক্ষে

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ১৪:৪২, ৩১ অক্টোবর ২০২৫

খুলনায় গোলাম পরওয়ার ভয় দেখিয়ে লাভ নেই, হিন্দুরাও এখন দাঁড়িপাল্লার পক্ষে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “ভয় দেখিয়ে লাভ নেই, হিন্দুরাও এখন দাঁড়িপাল্লার পক্ষে এক হয়েছে।”

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত হিন্দু সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পরওয়ার বলেন, স্বাধীনতার পর থেকে হিন্দু ধর্মাবলম্বীদের ভোটের রাজনীতিতে ব্যবহার করা হয়েছে। তাদের ভোট নিয়ে ক্ষমতায় গেলেও প্রকৃত উন্নয়ন হয়নি। “এবার হিন্দুদের ভাগ্যোন্নয়ন ও দেশের সার্বিক উন্নয়নের জন্য প্রয়োজন ইসলামী সরকার,” যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, “দেশবাসী লাঙল, ধানের শীষ ও নৌকার শাসন দেখেছে— দুর্নীতি ও বৈষম্য থেকে কেউ মুক্তি পায়নি। এবার মানুষ দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেবে। দেশ পরিবর্তনের সময় এসেছে।”

জামায়াত নেতা দাবি করেন, আগামী নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে এবং নির্বাচনের আগে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে হবে। তার ভাষায়, “জুলাই সনদ বাস্তবায়ন ও নভেম্বরে গণভোটের মাধ্যমেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে হবে— তবেই নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে।”

স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “ডুমুরিয়া একসময় সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল। আমি সংসদ সদস্য থাকা অবস্থায় এ এলাকা সন্ত্রাসমুক্ত করেছি। আগামীতে জনগণ সুযোগ দিলে ডুমুরিয়াকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব।”

হিন্দু সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা হিন্দু কমিটির সেক্রেটারি অধ্যক্ষ দেব প্রসাদ মণ্ডল। বক্তব্য দেন প্রমত গাইন, ডা. হরিদাস মণ্ডল, অধ্যক্ষ সুভাষ সরদার, অ্যাডভোকেট আপোষ সিংহ, কানাই লাল কর্মকারসহ স্থানীয় হিন্দু সংগঠনের নেতারা।

সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ঢোল, তবলা, কাঁসা ও শঙ্খধ্বনি বাজিয়ে হাজারো সনাতন ধর্মাবলম্বী এই সম্মেলনে অংশ নেন। নাচ-গান, শোভাযাত্রা ও উচ্ছ্বাসে পুরো স্বাধীনতা চত্বর উৎসবে পরিণত হয়। নারী-পুরুষের উপচে পড়া উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ছিল কানায় কানায় পূর্ণ।

সম্মেলন শেষে স্বাধীনতা চত্বর থেকে বের হয় বর্ণাঢ্য র‍্যালি, যেখানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজারো মানুষ অংশ নেন।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি নায়েকের মৃত্যু
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় প্রশ্ন তুলল এমএসএফ অজ্ঞাতনামা লাশ ও হেফাজতে মৃত্যু বাড়ছে
মধ্যপাড়া পাথর খনি ভবানীপুর রেলপথে রেললাইনের ৬ হাজার নাটবল্টু চুরি
অধিকারের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে ৪০ জন বিচারবহির্ভূত হত্যার শিকার
জেডি ভান্সের আশা, স্ত্রী ঊষা একদিন গ্রহণ করবেন খ্রিষ্টান ধর্ম
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা
নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই: মির্জা ফখরুল
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি
আজ শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ
জুবিনের শেষ সিনেমা মুক্তি পেল আসামে, ৯০ হলে টিকিট ‘হাউসফুল’
২০২৬ থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের সীমা ৭৫০০ জন
সঞ্চয়পত্র জালিয়াতিতে সাবেক ছাত্রদল নেতার নাম, চাঞ্চল্যকর তথ্য উন্মোচন