রাজশাহীতে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি
আহ্বায়ক মোবাশ্বের আলী ও সদস্যসচিব আতিকুর রহমান
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: ১৫:২৭, ৩১ অক্টোবর ২০২৫
 
						মোবাশ্বের আলী ও আতিকুর রহমান
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগরের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে পার্টির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের যৌথ স্বাক্ষরে ৬৪ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সদ্য বিলুপ্ত সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী। সদস্যসচিব করা হয়েছে জুলাইযোদ্ধা আতিকুর রহমানকে। এছাড়া ইঞ্জিনিয়ার মোবাশ্বের হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মাহফুজুর রহমান জুয়েল সিনিয়র যুগ্ম সদস্যসচিব এবং আবির হাসনাত মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটির গঠন অনুযায়ী চারজন যুগ্ম আহ্বায়ক, পাঁচজন যুগ্ম সদস্যসচিব, তিনজন সাংগঠনিক সম্পাদক এবং ৪৭ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। এর আগে গত জুনে এনসিপির রাজশাহী মহানগর সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছিল।
পার্টির কেন্দ্রীয় নেতারা জানান, নতুন আহ্বায়ক কমিটি রাজশাহীতে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে এবং আগামী ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কাজ সম্পন্ন করবে। এরই ধারাবাহিকতায় রাজশাহী জেলা ও বিভাগের অন্যান্য জেলাতেও পর্যায়ক্রমে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।
সম্প্রতি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সংগঠক সারজিস আলম রাজশাহী সফরে এসে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে একাধিক বৈঠক করেন এবং সংগঠনের কাঠামোগত উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেন।
 

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													