আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযান
বিদেশি পিস্তল ও মাদকসহ নারীসহ আটক ৭
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৭:২২, ৩১ অক্টোবর ২০২৫
 
						
									সাভারের আশুলিয়ায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ ৭ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃতদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে আশুলিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম সমাজকালকে জানান, যৌথ বাহিনীর অভিযানে নারীসহ মোট ৭ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক মামলা প্রক্রিয়াধীন।
এর আগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে আশুলিয়ার গাজীরচট ও কান্দাইল এলাকায় যৌথ বাহিনীর দুটি বিশেষ অভিযান চালানো হয়।
গাজীরচট এলাকায় অভিযানে একটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, দুটি পিস্তলের ম্যাগাজিন, শটগানের কার্তুজ, দেশীয় অস্ত্র, ইয়াবা, গাঁজা ও তিনটি ওয়াকিটকি জব্দ করা হয়।
এই অভিযানে আটক হন— মেহেদী হাসান মিঠুন (২৪), মোজাম্মেল ভূঁইয়া (৪৪), জাহিদুল আলম (২৪) ও মাসুমা আক্তার রিয়া (২২)।
অপরদিকে, কান্দাইল এলাকায় আরেক অভিযানে নায়ন আলী (২৮), বাবর হোসেন বাবুল (৪৫) এবং গোলাম রাব্বি (১৮) নামের তিন যুবককে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় অস্ত্র ও ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
যৌথ বাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভীর রাতে এলাকায় কয়েক রাউন্ড ফাঁকা গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													