শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

| ১৬ কার্তিক ১৪৩২

বেগমগঞ্জে বিজয় হত্যা মামলার প্রধান আসামি রুবেল কারাগারে

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১২:০৯, ৩১ অক্টোবর ২০২৫

বেগমগঞ্জে বিজয় হত্যা মামলার প্রধান আসামি রুবেল কারাগারে

নোয়াখালীর বেগমগঞ্জে কিশোর মারওয়ান হোসেন বিজয়কে তিন শতাধিক কোপে হত্যার ঘটনায় আলোচিত মামলার প্রধান আসামি মাহবুব রহমান রুবেল ওরফে বড়তে (৪১) অবশেষে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাজীপুর ইউনিয়নের দক্ষিণ ঘটলা এলাকার কাশেম মঞ্জিলের সামনে থেকে রুবেলকে গ্রেপ্তার করে। তিনি বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের নকু বেপারী বাড়ির শাহ আলমের ছেলে এবং কুখ্যাত দেলোয়ার বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।

গত ৩ অক্টোবর রাতে বেগমগঞ্জের একলাশপুর এলাকায় কিশোর বিজয় মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দেলোয়ার বাহিনীর সদস্যদের হাতে নির্মমভাবে খুন হন। র‍্যাব জানায়, হামলাকারীরা রামদা, ছোরা ও চাইনিজ কুড়ালসহ ধারালো অস্ত্র দিয়ে বিজয়কে উপর্যুপরি তিন শতাধিক কোপ দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডে আহত একজন প্রত্যক্ষদর্শীও জীবনের ঝুঁকি নিয়ে পুলিশকে তথ্য দেন। নিহতের বোন শাহানাজ আক্তার সুবর্ণা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় দেলোয়ার বাহিনীর একাধিক সদস্যের নাম উল্লেখ করা হয়। মামলার পর থেকে আসামিরা পলাতক থাকলেও সম্প্রতি শুভ ও সৈকত নামে দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. জিয়াউল হক বলেন, “প্রধান আসামি রুবেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদেরও গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের এ ধরনের অভিযান চলবে।”

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় প্রশ্ন তুলল এমএসএফ অজ্ঞাতনামা লাশ ও হেফাজতে মৃত্যু বাড়ছে
মধ্যপাড়া পাথর খনি ভবানীপুর রেলপথে রেললাইনের ৬ হাজার নাটবল্টু চুরি
অধিকারের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে ৪০ জন বিচারবহির্ভূত হত্যার শিকার
জেডি ভান্সের আশা, স্ত্রী ঊষা একদিন গ্রহণ করবেন খ্রিষ্টান ধর্ম
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা
নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই: মির্জা ফখরুল
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি
আজ শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ
জুবিনের শেষ সিনেমা মুক্তি পেল আসামে, ৯০ হলে টিকিট ‘হাউসফুল’
২০২৬ থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের সীমা ৭৫০০ জন
সঞ্চয়পত্র জালিয়াতিতে সাবেক ছাত্রদল নেতার নাম, চাঞ্চল্যকর তথ্য উন্মোচন