শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

| ১৬ কার্তিক ১৪৩২

নবীন উদ্যোক্তাদের সৃজনভূমি ”বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি”

জীবনযাপন ডেস্ক

প্রকাশ: ১২:২৫, ৩১ অক্টোবর ২০২৫

নবীন উদ্যোক্তাদের সৃজনভূমি ”বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি”

১৯৯৪ সাল থেকে গত ৩১ বছর ধরে বিশ্বরঙ-এর কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা দিয়ে আসছেন বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্যের গুণগত মানোন্নয়ন, বিভিন্ন সমস্যার সমাধান এবং সফল উদ্যোক্তা হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা।

বিভিন্ন পেশার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সফলতার গল্পেরই সাংগঠনিক রূপ, নবীন উদ্যোক্তাদের সৃজনভূমি ”বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি”। যুব সমাজকে কর্মমুখী করতে এবং নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যেই ”বিশ্বরঙ উদ্যোক্তা ভূমির আড্ডা” প্রতি মাসে আয়োজিত হচ্ছে ঢাকাসহ বাইরের বিভিন্ন জেলায়। এই আড্ডার মাধ্যমেই বিপ্লব সাহা দিয়ে আসছেন উদ্যোক্তাদের পণ্যের গুণগত মানোন্নয়নের সঠিক দিকনির্দেশনাসহ নতুন উদ্যোক্তা হওয়ার বিভিন্ন পরামর্শ।

তারই ধারাবাহিকতায় এবার ফ্যাশন-সংশ্লিষ্ট নবীন উদ্যোক্তাদের জন্য বিপ্লব সাহা আয়োজন করেছেন ৩(তিন) মাস ব্যাপী মৌলিক ফ্যাশন ডিজাইনিং কোর্স। এই সময়ের মধ্যে একজন উদ্যোক্তাকে ধারনা দেয়া হবে- প্রিন্সিপ্যাল অব আর্ট অ্যান্ড ফ্যাশন, ফ্যাশন ইলাস্ট্রেশন, কালার থিওরী, সার্ফেস অর্নামেন্টেশন, ফ্যাশন মার্কেটিং, মার্কেট পর্যালোচনাসহ ফ্যাশন ডিজাইনিং-এর বিভিন্ন বিষয়ে। এছাড়াও থাকছে উদ্যোক্তা হওয়ার সঠিক দিকনির্দেশনা।

এধরনের উদ্যোগ প্রসঙ্গে বিপ্লব সাহা জানান, ”ফ্যাশন ডিজাইনিং পোশাক তৈরির পাশাপাশি এক ধরনের শিল্প এবং সৃজনশীলতার সঙ্গে বাজার চিন্তার মিলন। নবীন উদ্যোক্তারা ডিজাইনিং বুঝতে পারলেই, তারা গ্রাহকের রুচি, পছন্দ, ট্রেন্ড এবং বাজারের চাহিদা সম্পর্কে আরও ভালো জ্ঞান লাভ করতে পারবেন। নিজের ব্র্যান্ডের জন্য রুচিশীল এবং ট্রেন্ডের সঙ্গে মানানসই পোশাক তৈরি করা, খরচ কমিয়ে ইনোভেশন আনা—সবকিছুই ডিজাইনিং জ্ঞানের প্রতিফলন। ফ্যাশন ডিজাইনের মাধ্যমে একজন উদ্যোক্তা পোশাকের মাধ্যমে গল্প এবং মূল্যবোধ তৈরি করেন। তাই যে সব উদ্যোক্তা ফ্যাশন সংশ্লিষ্ট ব্যবসায় জড়িত আছেন বা এখাতে আসতে চান, তাদের জন্য ডিজাইনিং সম্পর্কে প্রশিক্ষণ এক বৃহৎ মূলধন। উদ্যোক্তাদের ভাবনার বিকাশের জন্যই আমাদের এই আয়োজন।”

আসন সংখ্যা ১০টি হওয়ায় আগ্রহীদের দ্রুতই বিশ্বরঙ-এর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় প্রশ্ন তুলল এমএসএফ অজ্ঞাতনামা লাশ ও হেফাজতে মৃত্যু বাড়ছে
মধ্যপাড়া পাথর খনি ভবানীপুর রেলপথে রেললাইনের ৬ হাজার নাটবল্টু চুরি
অধিকারের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে ৪০ জন বিচারবহির্ভূত হত্যার শিকার
জেডি ভান্সের আশা, স্ত্রী ঊষা একদিন গ্রহণ করবেন খ্রিষ্টান ধর্ম
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা
নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই: মির্জা ফখরুল
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি
আজ শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ
জুবিনের শেষ সিনেমা মুক্তি পেল আসামে, ৯০ হলে টিকিট ‘হাউসফুল’
২০২৬ থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশের সীমা ৭৫০০ জন
সঞ্চয়পত্র জালিয়াতিতে সাবেক ছাত্রদল নেতার নাম, চাঞ্চল্যকর তথ্য উন্মোচন