ভুটান ফ্যাশন উইক ২০২৫
ব্যস্ততম প্রধান সড়ক হয়ে উঠল ফ্যাশন র্যানে
জীবনযাপন ডেস্ক
প্রকাশ: ১৩:৪৯, ৩১ অক্টোবর ২০২৫
 
						
									গত (২৯ অক্টোবর) পারোর প্রধান সড়ক পরিণত হয়েছে উজ্জ্বল র্যানে। এবারই প্রথম দেশটিতে আয়োজিত হলো প্রথম ভুটান ফ্যাশন উইক (বিএফডাব্লিউ)। হালকা বৃষ্টি আর ঠান্ডা আবহাওয়াও থামাতে পারেনি ভুটানের ডিজাইনার ও মডেলদের পরিবেশনা। পারোর রাস্তায় ছিল উৎসবের মেজাজ।
অস্থায়ী রেড কার্পেট বসানো হয়েছিল প্রথাগত ভুটানি ঘরগুলোর পাশে। আর মডেলরা ধীরেধীরে এগিয়ে যাচ্ছিলেন কাঠের অপুর্ব নকশার পাশে। তাদের প্রতিটি পোশাকই ঝলমল করছিল, যেন পুরোনো ও নতুন ভুটানের মিলন ঘটাচ্ছে। ২০জন ডিজাইনারের নয়জন পারোয় তাদের কালেকশন উপস্থাপন করেছিলেন। এদের মধ্যে ছিলেন মাত্র ২২ বছর বয়সী ইডা ঘালি, এই অনুষ্ঠানের অন্যতম কম বয়সী ডিজাইনার।
টেকসই ফ্যাশন এবং সাংস্কৃতিক মিশ্রণের জন্য তার কাজ বিশেষভাবে লক্ষ্যণীয় ছিল। ইডা জানান, ”এত সৃজনশীল ডিজাইনারদের সঙ্গে থাকার অভিজ্ঞতা অসাধারণ। আমরা একে অপরের সঙ্গে যে সম্পর্ক তৈরি করেছি তা খুব সুন্দর।” ইডার বাবা ভুটানি, কিন্তু মা ড্যানিশ। ইডা আরও জানান,”আগে মনে হতো ফ্যাশন শিল্প আমার মূল্যবোধের সঙ্গে মানায় না। এখন যখন আপসাইক্লিং ও টেকসই ফ্যাশনগুরুত্ব পাচ্ছে, আমি মনে করি আমার জায়গা তৈরি হয়েছে।” তার কালেকশন ’কালচার লিডিং থ্রু আপসাইক্লিং’। ভুটানি পোশাককে নতুন জীবনে ফিরিয়ে আনার প্রচেষ্টায় ইডা বলেন,”কিরা হিসেবে ব্যবহৃত পোশাককে ট্রাউজার বা শার্টে রূপান্তরকরা যায়। আমাদের পোশাক বিভিন্ন জীবনকাল ধরে বাঁচতে পারে।”
অন্যদিকে ডোরোথি ’গুরুং ড্রুক ফ্যাশন হাউস’র প্রতিষ্ঠাতা। ভুটানের ফ্যাশন ইন্ডাস্ট্রির স্থায়িত্বের প্রতীক বলা হয় তাকে। তিনি জানান, ”আগে ছোট ফ্যাশন শো হত, কিন্তু এটি আলাদা। প্রথমবার আমাদের মতো ডিজাইনারদের সত্যিকারের প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে।” ভুটানের হ্যান্ডউভেন কাপড়কে দৈনন্দিন জীবনের অংশ করার জন্য কাজ করছেন ডোরোথি।
চারদিনব্যাপীএই আয়োজন শুরু হয়েছিল থিম্পুর রয়াল টেক্সটাইল একাডেমি থেকে। যেখানে ১৯৮০-এর দশকে ডেনমার্ক-ভুটান ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের তোলা ছবির প্রদর্শনীও করা হয়েছিল। আয়োজনে মোট ৫৪ জন মডেল র্যানে হেঁটেছেন। যেখানে ২০ জন ভুটানি ডিজাইনারের সৃজনশীলতা উপস্থাপন করে।
এই উৎসবের শেষদিন ৩১ অক্টোবর। যেখানেবাকি ডিজাইনাররা তাদের কালেকশন উপস্থাপন করবেন।পারোরএই প্রথম ফ্যাশন উইক দেশটির ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য নতুন সম্ভাবনার দরজা খুলেছে। সেই সাথে তরুণ ডিজাইনারদের জন্য বড় একটি প্ল্যাটফর্মহিসেবে কাজ করছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													