দীর্ঘ বিরতির পর নুসরাত ফারিয়ার প্রত্যাবর্তন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:৫৩, ৩১ অক্টোবর ২০২৫
 
						ফাইল ছবি
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। পরে উপস্থাপনা ও অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। একাধিক সফল সিনেমায় অভিনয় করেছেন, পাশাপাশি সংগীতেও রেখেছেন স্বাক্ষর। ২০১৮ সালে ‘পটাকা’ গান দিয়ে সংগীতজগতে আত্মপ্রকাশের পর তিনি আলোচনায় আসেন। সেই গান যেমন প্রশংসা কুড়িয়েছিল, তেমনি সমালোচনাও পেয়েছিল বেশ। পরবর্তী সময়ে তিনি আরও চারটি গান প্রকাশ করেন। তবে এবার দীর্ঘ বিরতির পর আবারও নতুন গানে ফিরছেন ফারিয়া।
সম্প্রতি এক অনুষ্ঠানে ফারিয়া জানান, জনপ্রিয় সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে গত বছরের শুরুতে একটি গান রেকর্ড করেছিলেন তিনি, যা এখনো প্রকাশিত হয়নি।
ভিডিও প্রকাশে বিলম্বের কারণ জানতে চাইলে তিনি বলেন,“আমি শুধু গান রেকর্ড করি না, আমি এমন মিউজিক ভিডিও তৈরি করতে চাই যা দর্শককে চমকে দেবে। ভালো কাজের জন্য প্রযোজক, পরিচালক, ক্রু—সব কিছুর নিখুঁত সমন্বয় লাগে। তাই সময় নিচ্ছি।”
ফারিয়ার আরও কয়েকটি নতুন গান প্রকাশের অপেক্ষায় আছে। তিনি জানান, ফুয়াদ, সঞ্জয়সহ আরও কিছু প্রতিভাবান সংগীত পরিচালকের সঙ্গে তিনি কাজ করছেন। ভবিষ্যতে এমন কিছু শিল্পীর সঙ্গেও কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন, যাদের গান শুনে তিনি বড় হয়েছেন।
ফারিয়া বলেন, “তাদের সঙ্গে কাজ করতে পারলে সত্যিই স্বপ্নপূরণ হবে।”
সংগীতের পাশাপাশি বড় পর্দায়ও ফিরছেন নুসরাত ফারিয়া। তিনি জানান,“এ মাসের শেষ দিকে একটি নতুন সিনেমার শুটিং শুরু করব। শিগগিরই সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।”
অভিনয় ও সংগীতের ব্যস্ততার পাশাপাশি সম্প্রতি তিনি কানাডায় একটি স্টেজ শোতে পারফর্ম করেছেন। আগামী নভেম্বরেও আরেকটি আন্তর্জাতিক সফরে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													