সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

| ১৯ কার্তিক ১৪৩২

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হতে পারে প্রথম দফার প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩:০৮, ৩ নভেম্বর ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, চূড়ান্ত হতে পারে প্রথম দফার প্রার্থী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার বেলা সাড়ে ১২টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করছেন তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্যরা এবং বিভাগওয়ারি সাংগঠনিক সম্পাদকরাও দুপুরের আগেই গুলশান কার্যালয়ে যোগ দিয়েছেন। বৈঠক শেষে বিকাল ৩টায় দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

গতকাল রাতে গুলশানের একটি হোটেলে প্রবাসী বিএনপি নেতা-কর্মীদের প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণের ওয়েব পোর্টাল উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান ঘোষণা দেন— “শিগগিরই একক তালিকা প্রকাশ করা হবে।”

 তিনি বলেন,“বিভিন্ন আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের নাম পর্যায়ক্রমে জানানো হবে। দল যাকে মনোনীত করবে, সবাইকে তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে প্রতিপক্ষ তার সুযোগ নেবে।”

স্থায়ী কমিটির একাধিক সদস্য সমাজকালকে জানিয়েছেন, আজকের বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় ও জোটগতভাবে একক প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি প্রাধান্য পাবে। গত দুই সপ্তাহ ধরে গুলশান কার্যালয়ে বিভিন্ন বিভাগের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন তারেক রহমান।

সূত্র বলছে, প্রথম দফায় প্রায় দুই শত আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে। স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ তিন সপ্তাহ আগে জানিয়েছিলেন, “নভেম্বরের প্রথম দিকে প্রায় দুইশ আসনে প্রার্থী তালিকা দল থেকে প্রকাশ করা হবে।”

বিএনপির শীর্ষ পর্যায়ে ধারণা করা হচ্ছে— আজকের বৈঠকের পরই শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার প্রস্তুতি, এবং দলীয় একক প্রার্থী তালিকার ঘোষণাই হবে সেই প্রক্রিয়ার সূচনা।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জেলে থাকা আসামিরাও ভোট দেবেন, জানালেন সিইসি
ঢাকা-১৭ আসনে হিরো আলম হবেন আন্দালিব রহমানের প্রতিদ্বন্দ্বী
প্রথমবার ভোটাধিকার পাচ্ছেন প্রবাসীরা: সিইসি
নতুন রূপে শাহরুখ, প্রকাশ্যে এল ‘কিং’ এর টিজার
জিয়ার সমাধিতে ড্যাবের শ্রদ্ধাঞ্জলি
রাজনৈতিক দলগুলোই নির্ধারণ করবে গণভোটের সময়
সত্তর বছরে পিতৃত্বের স্বাদ পেলেন কেলসি গ্রামার
বাগদান সারলেন আল্লু সিরিশ
রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান সরকারের
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, আহত দেড় শতাধিক
সুন্দরবনের দুবলার চরে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী রাস উৎসব
আকর্ষণীয় বেতনে সিনিয়র অফিসার নেবে ওয়ান ব্যাংক
মোহাম্মদপুরে ডেকে নিয়ে হত্যাকাণ্ড, পুলিশের দাবি গণপিটুনি, স্থানীয়দের ভিন্নমত
যুদ্ধবিরতির পর ১৯৪ বার চুক্তি ভঙ্গ: গাজায় মানবিক বিপর্যয়
ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬
খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা, নিহত ১ আহত ২
ফের পাবনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা