সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

| ১৯ কার্তিক ১৪৩২

মামদানিকে ফোন করে সহায়তার প্রস্তাব বারাক ওবামার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩:১০, ৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৩:৪৪, ৩ নভেম্বর ২০২৫

মামদানিকে ফোন করে সহায়তার প্রস্তাব বারাক ওবামার

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও মামদানি, ছবি : ফাইল

নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে এগিয়ে থাকা ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানিকে ফোন করে সহায়তার প্রস্তাব দিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা।

দ্য গার্ডিয়ানের বরাতে জানা যায়, যদি মামদানি নির্বাচনে জয়ী হন, তবে বারাক ওবামা নিজেকে ‘সাউন্ডিং বোর্ড’ হিসেবে তার পাশে থাকার কথা বলেছেন।

মামদানির মুখপাত্র ডোরা পেকেক জানিয়েছেন, মামদানি ওবামার সমর্থনের কথায় কৃতজ্ঞ এবং শহরে নতুন ধরনের রাজনীতির গুরুত্ব নিয়ে তাদের আলোচনা হয়েছে।

উগান্ডায় জন্মগ্রহণ করা মামদানি রাজ্য অ্যাসেম্বলির সদস্য। নির্বাচনের আগে বিভিন্ন জরিপে কুমো ও স্লিওয়ার চেয়ে এগিয়ে ছিলেন তিনি। সাম্প্রতিক একটি এটলাস জরিপে দেখা গেছে, মমদানি ৪০%, কুমো ৩৪% এবং স্লিওয়া ২৪% সমর্থন পেয়েছেন। কুমো যৌন হেনস্তার অভিযোগে গভর্নরের পদ থেকে পদত্যাগ করেছিলেন, এবার স্বাধীন প্রার্থী হিসেবে লড়ছেন।

মামদানি ডেমোক্র্যাটিক সোশালিস্ট হিসেবে পরিচিত। ২৪ জুনের প্রাইমারিতে তার বড় জয় রাজনৈতিক বিশ্লেষকদের চমকে দিয়েছিল। এরপর তিনি প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং নিউ ইয়র্ক গভর্নর ক্যাথি হচুলের মতো নেতাদের সমর্থন পেয়েছেন। তার রাজনৈতিক নীতিমালায় রয়েছে শহরের ধনী নাগরিকদের উপর কর বাড়ানো, কর্পোরেশন কর বৃদ্ধি, স্থায়ী বাসা ভাড়া স্থগিত রাখা এবং সরকারি ভর্তুকিপ্রাপ্ত হাউজিং বৃদ্ধি।

মামদানির বিজয় ন্যাশনাল ডেমোক্র্যাটদের জন্য দুই ধারার মুদ্রার মতো। একদিকে তারা যুব ভোটারদের আকৃষ্ট করতে পারবে, অন্যদিকে মামদানির ডেমোক্র্যাটিক সোশালিজম ও ইসরায়েল নিয়ে সমালোচনা পার্টিকে রিপাবলিকানদের আক্রমণের জন্য স্পর্শকাতর করে তুলতে পারে।

শনিবার রাত পর্যন্ত মমদানি বার এবং নাইটক্লাবে প্রচার চালিয়েছেন। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এক ভিডিওতে তিনি একটি ডি. জে. বুথের পিছনে মাইকে বলে উঠেন, ‘আমরা কি অ্যান্ড্রু কুমোকে হারাতে প্রস্তুত?’ তখন জনতা উল্লাস করে হ্যাঁ, হ্যাঁ বলেন।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জেলে থাকা আসামিরাও ভোট দেবেন, জানালেন সিইসি
ঢাকা-১৭ আসনে হিরো আলম হবেন আন্দালিব রহমানের প্রতিদ্বন্দ্বী
প্রথমবার ভোটাধিকার পাচ্ছেন প্রবাসীরা: সিইসি
নতুন রূপে শাহরুখ, প্রকাশ্যে এল ‘কিং’ এর টিজার
জিয়ার সমাধিতে ড্যাবের শ্রদ্ধাঞ্জলি
রাজনৈতিক দলগুলোই নির্ধারণ করবে গণভোটের সময়
সত্তর বছরে পিতৃত্বের স্বাদ পেলেন কেলসি গ্রামার
বাগদান সারলেন আল্লু সিরিশ
রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান সরকারের
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, আহত দেড় শতাধিক
সুন্দরবনের দুবলার চরে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী রাস উৎসব
আকর্ষণীয় বেতনে সিনিয়র অফিসার নেবে ওয়ান ব্যাংক
মোহাম্মদপুরে ডেকে নিয়ে হত্যাকাণ্ড, পুলিশের দাবি গণপিটুনি, স্থানীয়দের ভিন্নমত
যুদ্ধবিরতির পর ১৯৪ বার চুক্তি ভঙ্গ: গাজায় মানবিক বিপর্যয়
ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬
খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা, নিহত ১ আহত ২
ফের পাবনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা