সিরাজগঞ্জের ৫ আসনে বিএনপির প্রার্থী যারা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২:৪৩, ৩ নভেম্বর ২০২৫
						ইকবাল হাসান মাহমুদ টুকু (মাঝে), আইনুল হক (বামে ওপরে), আমিরুল ইসলাম খান আলীম (ডানে ওপরে), এম. আকবর আলী (বামে নিচে) এবং ডা. এম এ মুহিত (ডানে নিচে)।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থীদের নাম ঘোষণ করেছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা দেশের ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের পাঁচটি আসনের সম্ভাব্য প্রার্থীর নামও ঘোষণা করা হয়।
সিরাজগঞ্জের ৫ আসনে বিএনপির প্রার্থী
সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ): ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির স্থায়ী কমিটির সদস্য
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ): ভিপি আইনুল হক, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া): এম আকবর আলী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী): আমিরুল ইসলাম খান আলীম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর): ড. এম এ মুহিত, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা
সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি। তবে এই আসনে দলের মনোনয়ন পেতে আগ্রহ প্রকাশ করেছেন কয়েকজন প্রভাবশালী নেতা—জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা।
দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সংগঠন ও জনপ্রিয়তার ভিত্তিতে চূড়ান্ত মনোনয়ন খুব শিগগিরই ঘোষণা করা হবে।
