প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের দাবিতে এনসিপির সংহতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:৩৯, ৩ নভেম্বর ২০২৫
চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের চলমান অবস্থান কর্মসূচির প্রতি সংহতি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত থাকবেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্।
আজ সোমবার এনসিপির মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ গত ১৫ দিন ধরে রাজু ভাস্কর্যে ৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে। এর মধ্যে রয়েছে—চাকরিতে কোটা পুনর্বিন্যাস, শ্রুতিলেখক নিয়োগে স্বাধীনতা, সরকারি নিয়োগ বোর্ডে প্রতিনিধিত্ব, দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষাক্রমে শিক্ষক নিয়োগ এবং কর্মসংস্থান সুনিশ্চিতকরণ।
এনসিপি নেতারা সরকারের প্রতি আহ্বান জানান—পরিষদের ৫ দফা দাবির মধ্যে অন্তত দুটি তাৎক্ষণিকভাবে বাস্তবায়নযোগ্য বিষয়, যেমন শ্রুতিলেখক নিয়োগে যৌক্তিক স্বাধীনতা এবং সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষাক্রমে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষক নিয়োগ, অবিলম্বে মেনে নেওয়া হোক।
এ সময় এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন বলেন, ‘রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রতিবন্ধীরা কোনো অনুগ্রহ নয়, ন্যায্য অধিকারের দাবি করছেন। সরকারকে এই আন্দোলনের প্রতি সহানুভূতিশীল হতে হবে এবং বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে।’
এনসিপি জানায়, তারা প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের পাশে থাকবে এবং তাদের যৌক্তিক দাবিগুলোর বাস্তবায়নে রাজনৈতিক ও নাগরিক পর্যায়ে সংহতি কার্যক্রম চালিয়ে যাবে।
