জোটভুক্ত দলের প্রতীক ব্যবহারের সুযোগ বহাল চায় লেবার পার্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৫৭, ৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৮:৫৮, ৩ নভেম্বর ২০২৫
লেবার পার্টির আরপিও সংশোধন সংক্রান্ত লিখিত প্রস্তাবনা প্রধান নির্বাচন কমিশনারের হাতে তুলে দেওয়া হচ্ছে। ছবি সমাজকাল
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ২০০৮ সালের জাতীয় নির্বাচনের মতো জোটভুক্ত নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে জোটের যে কোনো দলের প্রতীক ব্যবহারের সুযোগ দিতে হবে। এটি শুধু রাজনৈতিক বাস্তবতা নয়, গণতান্ত্রিক অধিকার ও বহুদলীয় গণতন্ত্র রক্ষারও অনিবার্য শর্ত।
আজ (সোমবার) দুপুর ২টায় নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় লেবার পার্টির পক্ষ থেকে আরপিও সংশোধন সংক্রান্ত লিখিত প্রস্তাবনা নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়।
ডা. ইরান বলেন, ‘নির্বাচন কমিশনের প্রস্তাবিত আরপিও সংশোধনে জোটভুক্ত দলগুলোর প্রতীক ব্যবহারে সীমাবদ্ধতা আরোপের উদ্যোগ গণতান্ত্রিক ঐক্য ও রাজনৈতিক অংশগ্রহণের চেতনার পরিপন্থী। ২০০৮ সালের নির্বাচনে নিবন্ধিত দলগুলো জোটবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ প্রতীকে নির্বাচন করেছিল—যা ভোটারদের কাছে জোটের স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছিল এবং ঐক্যকে সুদৃঢ় করেছিল।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও ঐক্য বজায় রাখার জন্য নির্বাচন কমিশনকে উচিত হবে সংশোধনের আগে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে উন্মুক্ত সংলাপ আয়োজন করে মতামত গ্রহণ করা। এতে রাজনৈতিক স্বাধীনতা ও বহুদলীয় ঐক্যের ধারাবাহিকতা রক্ষা পাবে।’
সাক্ষাতকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. হেলাল উদ্দিন চৌধুরী ও দপ্তর সম্পাদক মো. মিরাজ খান।
