‘মেসি আমার চেয়ে ভালো? এটা আমি মানি না’ রোনালদো!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫:০৯, ৪ নভেম্বর ২০২৫
						সাংবাদিক পিয়ার্স মর্গ্যানকে একটি সাক্ষাৎকার দিয়েছেন রোনালদো। ছবি: ফুট আফ্রিকা
ইতিহাসে ফুটবলের সেরা তর্কে দু’ভাগ হয়ে যায় পুরো ফুটবলবিশ্ব। ফুটবলপ্রেমীদের এই তর্ক চলে যুগ যুগ ধরে। আগে দুই কিংবদন্তি পেলে-ম্যারাডোনাকে নিয়ে আর এখন সেই জায়গা নিয়েছেন লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদো। সমর্থকরা নিজ নিজ প্রিয় ফুটবলারকে সেরার আসনে বসালেও সেই কিংবদন্তিরা নিজেদের কোথায় দেখেন, সে প্রসঙ্গে এক সাক্ষাৎকার দিয়েছেন রোনালদো।
‘গ্রেটেস্ট অব অল টাইম’ হিসেবে অনেক আগেই নিজেকে রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যখনই সেরার প্রশ্নের মুখোমুখি হয়েছেন, নিজেকে এক নম্বরে রাখতে কোনো কার্পণ্য করেননি তিনি। এবার আবারও একই প্রশ্নের একই উত্তরই দিলেন ‘সি আর সেভেন’।
বিখ্যাত সাংবাদিক পিয়ার্স মর্গ্যানকে রোনালদোর দেয়া এক সাক্ষাৎকারের পুরো অংশ প্রচারিত হবে আজ। গতকাল সাক্ষাৎকারের একটি ছোট অংশ প্রকাশ হয়েছে। যেখানে ফুটবল বিশ্বে গত দেড় দশকের সবচেয়ে আলোচিত ওই বিতর্ক নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।
‘অনেকে বলে, মেসি আপনার চেয়ে ভালো, আপনি কী মনে করেন?’- এই প্রশ্নের উত্তরে ‘সি আর সেভেন’ বলেন, ‘মেসি আমার চেয়ে ভালো? এই মতের সঙ্গে আমি একমত নই। এখানে আমি বিনয়ী হতে চাই না।’
ফুটবলের অনেক রথী-মহারথীরা সেরার প্রশ্নে বিভিন্ন সময় মেসি অথবা রোনালদোকে বেছে নিয়েছেন। সাক্ষাৎকারের প্রিভিউ অংশে রোনালদোকে তাঁর সাবেক ’ম্যানচেস্টার ইউনাইটেড’ সতীর্থ ’ওয়েইন রুনি’র মন্তব্য নিয়েও প্রশ্ন করা হয়। ইংল্যান্ডের এই কিংবদন্তি স্পষ্ট করে বলেছিলেন, ‘ওরা দুজন দুই রকম খেলোয়াড়। তবে আমার মতে মেসি অবিশ্বাস্য। আমি মনে করি সে সর্বকালের সেরা, তাই আমি সেরার প্রশ্নে মেসিকেই বেছে নেব। তবে রোনালদো একটু দুর্ভাগা, কারণ অন্য যেকোনো সময় খেললে হয়তো মেসির পাওয়া সব পুরস্কারগুলো ওই জিতত। তবে দুজনই ফুটবল ইতিহাসের সেরাদের মধ্যে অন্যতম।’
ব্যাক্তিগত কিংবা দলীয় অর্জনে দু’জনই ক্যারিয়ারে সমানতালে লড়েছেন। তবে অনেকের মতে ২০২২ বিশ্বকাপে জয়ের পর মেসি সেরার দৌড়ে রোনালদো থেকে অনেকটাই এগিয়ে গেছেন। এরপরও অবশ্য ফুটবলপ্রেমীদের মধ্যে সেরার তর্ক চলবে যতদিন ফুটবল আছে।
