সেনাবাহিনী–বিজিবির যৌথ অভিযান
২১ হাজার ইয়াবাসহ এক যুবক আটক
উখিয়া–টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ২০:৩০, ৪ নভেম্বর ২০২৫
ছবি: সমাজকাল
কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যৌথ অভিযানে ২১ হাজার ২০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে উনচিপ্রাং বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি, অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের উনচিপ্রাং বিওপি টহলদল এবং বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের ২৯ ডিভিশন লোকেটিং আর্টিলারি ইউনিট যৌথভাবে অভিযান চালায়।
অভিযানকালে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় চালকের সিটের নিচে লুকানো খাকি রঙের প্যাকেট থেকে ২১,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মোহাম্মদ কবির (৩২)। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং গ্রামের আবদুল মালেকের পুত্র।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন বলেন, `মাদক পাচার ও সরবরাহে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।‘
উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও আটক আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
