ঢাকায় পেঁয়াজের কেজি সেঞ্চুরি ছাড়িয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:৫৯, ৪ নভেম্বর ২০২৫
ঢাকায় পেঁয়াজের কেজি সেঞ্চুরি ছাড়িয়েছে। ছবি: নিউ এইজ
রাজধানীর বাজারে পেঁয়াজের কেজিপ্রতি দাম আবারও হু-হু করে বেড়েছে। গত দুই দিনে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়ে এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়। মাত্র তিন দিন আগেও এই দাম ছিল ৮০ থেকে ৮৫ টাকা।
শ্যামবাজার, কারওয়ান বাজার ও কাঁচাবাজারের পাইকাররা জানিয়েছেন, ভারতীয় পেঁয়াজের আমদানি বন্ধ থাকায় দেশি পেঁয়াজের ওপর চাপ বেড়েছে, আর সরবরাহ ঘাটতি তৈরি হওয়ায় দাম বেড়েছে দ্রুতগতিতে।
শ্যামবাজারের আড়তদার আবুল কালাম বলেন, “পাবনা ও ফরিদপুরের আড়তে পেঁয়াজের দাম ২০ টাকা বেড়েছে। এর প্রভাব পড়েছে ঢাকার বাজারে।”
পাইকারি বাজারে এখন মানভেদে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০৫ টাকা কেজিতে। যা গত সপ্তাহের শেষদিকে ছিল ৭২ থেকে ৮৫ টাকার মধ্যে। ব্যবসায়ীরা বলছেন, মজুত কমে আসা ও মৌসুম শেষ হওয়ার কারণে মোকামে সরবরাহ সংকট দেখা দিয়েছে।
ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি না মিললে বাজার আরও অস্থিতিশীল হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য ব্যবসায়ীরা ইতিমধ্যে তিন হাজারেরও বেশি আইপি (ইমপোর্ট পারমিট) আবেদন জমা দিয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ উইং আবেদনগুলো যাচাই করছে।
সরকারি হিসাবে দেশে বছরে ৩৫ লাখ টন পেঁয়াজের চাহিদা থাকলেও গত মৌসুমে উৎপাদন হয়েছে প্রায় ৩৮ লাখ টন। তবে নতুন রবি মৌসুমে চাষে দেরি হওয়ায় নতুন পেঁয়াজ বাজারে আসতে আরও সময় লাগবে।
