মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

| ২৭ কার্তিক ১৪৩২

ঢাকায় পেঁয়াজের কেজি সেঞ্চুরি ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:৫৯, ৪ নভেম্বর ২০২৫

ঢাকায় পেঁয়াজের কেজি সেঞ্চুরি ছাড়িয়েছে

ঢাকায় পেঁয়াজের কেজি সেঞ্চুরি ছাড়িয়েছে। ছবি: নিউ এইজ

রাজধানীর বাজারে পেঁয়াজের কেজিপ্রতি দাম আবারও হু-হু করে বেড়েছে। গত দুই দিনে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়ে এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়। মাত্র তিন দিন আগেও এই দাম ছিল ৮০ থেকে ৮৫ টাকা।

শ্যামবাজার, কারওয়ান বাজার ও কাঁচাবাজারের পাইকাররা জানিয়েছেন, ভারতীয় পেঁয়াজের আমদানি বন্ধ থাকায় দেশি পেঁয়াজের ওপর চাপ বেড়েছে, আর সরবরাহ ঘাটতি তৈরি হওয়ায় দাম বেড়েছে দ্রুতগতিতে।

শ্যামবাজারের আড়তদার আবুল কালাম বলেন, “পাবনা ও ফরিদপুরের আড়তে পেঁয়াজের দাম ২০ টাকা বেড়েছে। এর প্রভাব পড়েছে ঢাকার বাজারে।”
পাইকারি বাজারে এখন মানভেদে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০৫ টাকা কেজিতে। যা গত সপ্তাহের শেষদিকে ছিল ৭২ থেকে ৮৫ টাকার মধ্যে। ব্যবসায়ীরা বলছেন, মজুত কমে আসা ও মৌসুম শেষ হওয়ার কারণে মোকামে সরবরাহ সংকট দেখা দিয়েছে।
ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি না মিললে বাজার আরও অস্থিতিশীল হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য ব্যবসায়ীরা ইতিমধ্যে তিন হাজারেরও বেশি আইপি (ইমপোর্ট পারমিট) আবেদন জমা দিয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ উইং আবেদনগুলো যাচাই করছে।

সরকারি হিসাবে দেশে বছরে ৩৫ লাখ টন পেঁয়াজের চাহিদা থাকলেও গত মৌসুমে উৎপাদন হয়েছে প্রায় ৩৮ লাখ টন। তবে নতুন রবি মৌসুমে চাষে দেরি হওয়ায় নতুন পেঁয়াজ বাজারে আসতে আরও সময় লাগবে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

গণভোট না হলে নির্বাচন ২০২৯ সালেই : হামিদুর রহমান
সম্পদের হিসাব না দেওয়ার মামলায় খালাস পেলেন ইটিভি চেয়ারম্যান
জামায়াতের দিকে আঙুল তুললেন মির্জা ফখরুল
ঢাবি মৃৎশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু
গুলশান লেকে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা
ওড়িশি নৃত্যালেখ্য ও নৃত্যকলার অনবদ্য পরিবেশনায় বিমুগ্ধ দর্শক
রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্ট
ট্রাম্পের হুমকি: বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা
আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ ইসির
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও সাড়ে ৪ মাস বাড়ল
রোহিঙ্গাদের মাঝে বৈধ সিম বিতরণ শুরু, প্রথম ধাপে ১০ হাজার
ইসলামী ৮ দলের যৌথ সমাবেশ : পাঁচ দফা দাবিতে পল্টন মোড়ে নেতাকর্মীরা
দুই ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা ট্রেন চলাচল স্বাভাবিক
ছাত্রলীগ নেতাকে অপহরণে আপ এর দায় স্বীকার, ৩ কর্মী বহিষ্কার
ফেব্রয়ারির কবে নির্বাচন, জানালেন প্রেস সচিব
নায়ক নয়, সবাই আমাকে প্রোডাক্ট বানিয়েছিল:প্রসেনজিৎ
ভারতের নারী ক্রিকেট দলে প্রথম বিদেশি ফিটনেস কোচ!
বুকার পুরস্কার জিতলেন হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সা-লাই
জুলাই সনদের বাইরে সরকারের সিদ্ধান্তের দায় নেবে না বিএনপি
১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানে সরকার