মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

| ২৭ কার্তিক ১৪৩২

নাইটহুডে ভূষিত ডেভিড বেকহাম

স্পোর্টস ডেস্ক 

প্রকাশ: ২০:২০, ৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ২০:৫৩, ৪ নভেম্বর ২০২৫

নাইটহুডে ভূষিত ডেভিড বেকহাম

খেলাধুলা এবং দাতব্য সেবার জন্য ডেভিড বেকহ্যামকে নাইটহুড উপাধিতে ভূষিত করা হয়েছে। ছবি: দ্য সান ইউকে

ফুটবল মাঠে এক যুগান্তকারী ক্যারিয়ারের পর এবার রাজকীয় স্বীকৃতি পেলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহাম। ব্রিটিশ রাজপরিবারের আনুষ্ঠানিক আয়োজনে রাজা চার্লস তৃতীয় তাকে ‘নাইটহুড’ উপাধিতে ভূষিত করেছেন। এর মধ্য দিয়ে তিনি এখন আনুষ্ঠানিকভাবে পরিচিত ‘স্যার ডেভিড বেকহাম’ নামে।

মঙ্গলবার বার্কশায়ারে রাজপ্রাসাদের এক বর্ণাঢ্যে আয়োজনে বেকহামকে নিজ হাতে নাইট উপাধি প্রদান করেন রাজা চার্লস। বেকহাম বলেন, ‘এর চেয়ে গর্বের মুহূর্ত আর কিছু হতে পারে না। আমি আমার দেশকে ভালোবাসি এবং রাজপরিবার সবসময়ই আমার পরিবারের গর্ব।’

ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমি থেকে উঠে এসে ১৯৯২ সালে পেশাদার ফুটবলে অভিষেক বেকহামের। ক্লাবটির হয়ে ১১ বছর খেলার পর ২০০৩ সালে ২৫ মিলিয়ন পাউন্ডে তিনি যোগ দেন রিয়াল মাদ্রিদে। পরবর্তী সময়ে খেলেছেন এলএ গ্যালাক্সি, এসি মিলান ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)—যেখান থেকে ২০১৩ সালে অবসর নেন।

ইংল্যান্ডের হয়ে ১১৫ ম্যাচে অংশ নিয়ে তিনি ছয় বছর অধিনায়কের দায়িত্ব পালন করেন এবং তিনটি বিশ্বকাপ ও দুটি ইউরো চ্যাম্পিয়নশিপে খেলেছেন।

ফুটবল ছাড়াও মানবিক কর্মকাণ্ডে বেকহাম দীর্ঘদিন ধরে যুক্ত আছেন। ২০০৫ সাল থেকে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন তিনি। ২০১৫ সালে গঠন করা হয় ‘৭ ফান্ড’, যা তার মানবিক কার্যক্রমের স্বীকৃতি।

এছাড়া ২০২৪ সালে তিনি ‘কিংস ফাউন্ডেশন’-এর রাষ্ট্রদূত মনোনীত হন, যেখানে শিক্ষা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে রাজা চার্লসের সঙ্গে কাজ করছেন।

বর্তমানে বেকহাম ইংল্যান্ডের স্যালফোর্ড সিটি এফসি-র সহ-মালিক এবং যুক্তরাষ্ট্রের এমএলএস ক্লাব ইন্টার মায়ামি-রও সহ-স্বত্বাধিকারী। তার নেতৃত্বেই লিওনেল মেসি যুক্ত হন ক্লাবটিতে।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

গণভোট না হলে নির্বাচন ২০২৯ সালেই : হামিদুর রহমান
সম্পদের হিসাব না দেওয়ার মামলায় খালাস পেলেন ইটিভি চেয়ারম্যান
জামায়াতের দিকে আঙুল তুললেন মির্জা ফখরুল
ঢাবি মৃৎশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু
গুলশান লেকে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা
ওড়িশি নৃত্যালেখ্য ও নৃত্যকলার অনবদ্য পরিবেশনায় বিমুগ্ধ দর্শক
রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্ট
ট্রাম্পের হুমকি: বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা
আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ ইসির
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও সাড়ে ৪ মাস বাড়ল
রোহিঙ্গাদের মাঝে বৈধ সিম বিতরণ শুরু, প্রথম ধাপে ১০ হাজার
ইসলামী ৮ দলের যৌথ সমাবেশ : পাঁচ দফা দাবিতে পল্টন মোড়ে নেতাকর্মীরা
দুই ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা ট্রেন চলাচল স্বাভাবিক
ছাত্রলীগ নেতাকে অপহরণে আপ এর দায় স্বীকার, ৩ কর্মী বহিষ্কার
ফেব্রয়ারির কবে নির্বাচন, জানালেন প্রেস সচিব
নায়ক নয়, সবাই আমাকে প্রোডাক্ট বানিয়েছিল:প্রসেনজিৎ
ভারতের নারী ক্রিকেট দলে প্রথম বিদেশি ফিটনেস কোচ!
বুকার পুরস্কার জিতলেন হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সা-লাই
জুলাই সনদের বাইরে সরকারের সিদ্ধান্তের দায় নেবে না বিএনপি
১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানে সরকার