মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

| ২৭ কার্তিক ১৪৩২

বিএনপিতে যোগ দিলেন মুগ্ধের ভাই স্নিগ্ধ, আলোচনায় ঢাকা-১৮ আসন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২:১৪, ৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ০৩:৩৫, ৫ নভেম্বর ২০২৫

বিএনপিতে যোগ দিলেন মুগ্ধের ভাই স্নিগ্ধ, আলোচনায় ঢাকা-১৮ আসন

ছবি: বিএনপি কার্যালয়

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আজ মঙ্গলবার বিএনপিতে যোগ দিয়েছেন। এর মধ্য দিয়ে রাজনীতির মূলধারায় আসার একটি নতুন অধ্যায় শুরু করলেন তিনি। 

যদি বিএনপি সিগ্ধকে ঢাকা–১৮ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়, তাহলে আসনটির রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে—এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় নেতারা।

মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের জন্ম ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি শহীদ মীর মুগ্ধের যমজ ভাই। মুগ্ধ ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম তরুণ শহীদ, যার আত্মত্যাগ আন্দোলনের ইতিহাসে প্রতীক হয়ে আছে। এই শহীদ পরিবার থেকেই রাজনীতিতে পদার্পণ করলেন স্নিগ্ধ।

তিনি সাউথইস্ট বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক শেষ করেছেন এবং ’জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর প্রধান নির্বাহী হিসেবে সামাজিক ও মানবাধিকারভিত্তিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। স্নিগ্ধের রাজনীতিতে আসার বিষয়ে স্বজনরা জানান, ভাইয়ের রক্তের ঋণ শোধ করতে রাজনীতিতে আসা তার নৈতিক সিদ্ধান্ত।

৪ নভেম্বর বিএনপিএর কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে স্নিগ্ধ আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। অনুষ্ঠানে বিএনপি নেতারা তাকে ‘আদর্শ ও ত্যাগের প্রতীক নতুন প্রজন্মের প্রতিনিধি’ বলে আখ্যা দেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় উপস্থিত ছিলেন আর লন্ডন থেকে ভ্যাচুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যঅন তারেক রহমান।

স্নিগ্ধ বলেন, ‘আমার ভাই মীর মুগ্ধ গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে। আমি চাই সেই গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইটি রাজনৈতিকভাবে এগিয়ে নিতে।’

এ সময় স্নিগ্ধর বাবা মোস্তাফিজুর রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

গণভোট না হলে নির্বাচন ২০২৯ সালেই : হামিদুর রহমান
সম্পদের হিসাব না দেওয়ার মামলায় খালাস পেলেন ইটিভি চেয়ারম্যান
জামায়াতের দিকে আঙুল তুললেন মির্জা ফখরুল
ঢাবি মৃৎশিল্প বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু
গুলশান লেকে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা
ওড়িশি নৃত্যালেখ্য ও নৃত্যকলার অনবদ্য পরিবেশনায় বিমুগ্ধ দর্শক
রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্ট
ট্রাম্পের হুমকি: বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা
আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ ইসির
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও সাড়ে ৪ মাস বাড়ল
রোহিঙ্গাদের মাঝে বৈধ সিম বিতরণ শুরু, প্রথম ধাপে ১০ হাজার
ইসলামী ৮ দলের যৌথ সমাবেশ : পাঁচ দফা দাবিতে পল্টন মোড়ে নেতাকর্মীরা
দুই ঘণ্টা পর ময়মনসিংহ-নেত্রকোনা ট্রেন চলাচল স্বাভাবিক
ছাত্রলীগ নেতাকে অপহরণে আপ এর দায় স্বীকার, ৩ কর্মী বহিষ্কার
ফেব্রয়ারির কবে নির্বাচন, জানালেন প্রেস সচিব
নায়ক নয়, সবাই আমাকে প্রোডাক্ট বানিয়েছিল:প্রসেনজিৎ
ভারতের নারী ক্রিকেট দলে প্রথম বিদেশি ফিটনেস কোচ!
বুকার পুরস্কার জিতলেন হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সা-লাই
জুলাই সনদের বাইরে সরকারের সিদ্ধান্তের দায় নেবে না বিএনপি
১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানে সরকার