বিএনপিতে যোগ দিলেন মুগ্ধের ভাই স্নিগ্ধ, আলোচনায় ঢাকা ১৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২:১৪, ৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ২৩:০৯, ৪ নভেম্বর ২০২৫
ছবি: বিএনপি কার্যালয়
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিএনপি’তে যোগদান করেছেন। এই যোগদানের মধ্য দিয়ে আন্দোলন–সংগ্রাম থেকে রাজনীতির মূলধারায় আসার একটি নতুন অধ্যায় শুরু করলেন তিনি।
যদি বিএনপি তাকে ঢাকা–১৮ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়, তাহলে আসনটির রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে—এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় নেতারা।
মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের জন্ম ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি শহীদ মীর মুগ্ধের যমজ ভাই। মুগ্ধ ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম তরুণ শহীদ, যার আত্মত্যাগ আন্দোলনের ইতিহাসে প্রতীক হয়ে আছে। এই শহীদ পরিবার থেকেই রাজনীতিতে পদার্পণ করলেন স্নিগ্ধ।
তিনি সাউথইস্ট বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক সম্পন্ন করেছেন এবং `জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর প্রধান নির্বাহী হিসেবে সামাজিক ও মানবাধিকারভিত্তিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। স্নিগ্ধের রাজনীতিতে আসার বিষয়ে স্বজনরা জানান, ভাইয়ের রক্তের ঋণ শোধ করতে রাজনীতিতে আসা তার নৈতিক সিদ্ধান্ত।
৪ নভেম্বর বিএনপি–এর কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। অনুষ্ঠানে বিএনপি নেতারা তাকে `আদর্শ ও ত্যাগের প্রতীক নতুন প্রজন্মের প্রতিনিধি’ বলে
আখ্যা দেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসময় উপস্থিত ছিলেন আর এই যোগদানে লন্ডন থেকে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান।
স্নিগ্ধ বলেন, `আমার ভাই মীর মুগ্ধ গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে। আমি চাই সেই গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইটি রাজনৈতিকভাবে এগিয়ে নিতে।‘
